কে আগে পরালেন মালা ? ভাইরাল হল ইশা-আনন্দের মালাবদলের ভিডিও

Last Updated:
#মুম্বই: বুধবার সকাল থেকেই মুম্বই জুড়ে ধুমধাম ৷ আর হবে নাই বা কেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি কন্যা ইশা আম্বানির বিয়ে বলে কথা ৷ মুম্বইয়ে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা সেজে উঠেছিল বিয়ের সাজে ৷ বুধবার বিয়ের আসরে একে একে হাজির হয়েছিলেন দেশি-বিদেশি নানা জনপ্রিয় ব্যক্তিত্ব ৷ উপস্থিত ছিলেন হিলারি ক্লিনটন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাও ৷ হাজির হয়েছিলেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা ৷
ইশার বিয়েতে আলাদা করে নজর কেড়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন এবং ছোট্ট আরাধ্যা ৷ নিজেদের ঝলমলে উপস্থিতিতে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন সচিন তেন্ডুলকর, স্ত্রী অঞ্জলি ও পুত্র অর্জুন ৷ সদ্য বিয়ে সেরেছেন নিজেদের ৷ তবে বিয়ের আসরে ঠিক সময়ই পৌঁছে গিয়েছিলেন দীপিকা-রণবীর, নিক-প্রিয়াঙ্কা !
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ইশার বিয়ের নানা ভিডিও ৷ যার মধ্যে একটি ভিডিও বিশেষ করে নজর কেড়েছে গোটা দুনিয়ার ৷ ইশার মালাবদল অনুষ্ঠানে উপচে পড়েছিল ভিড় ৷ হাতে মালা নিয়ে ইশা কখনও তাক করছেন আনন্দ পিরামলকে, তো কখনও আনন্দ তাক করছেন ইশাকে ৷ হালকা রসিকতার মধ্যেই ধুমধামভাবে সম্পন্ন হল ইশার মালাবদল ৷ আর সেই ভিডিও ইন্টারনেটে আসতেই একেবারে ভাইরাল৷
advertisement
advertisement
দেখুন ইশা আম্বানির মালা বদলের ভিডিও---
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
কে আগে পরালেন মালা ? ভাইরাল হল ইশা-আনন্দের মালাবদলের ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement