‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন সঞ্জয় দত্ত?
Last Updated:
#মুম্বই: বলিউড সিনেমার সব রেকর্ড ভেঙে এক সপ্তাহে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘সঞ্জু’। এক সপ্তাহে ২০০ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি। এমনকী ৩০০ কোটির ক্লাবে ইতিমধ্যেই ঢুকে পড়েছে রণবীর কাপুর স্টারার এই ছবি ৷ সঞ্জয় দত্তের জীবনের একাধিক আলোচিত ও বিতর্কিত ঘটনাকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা রাজকুমার হিরানি। আর রঙিন জীবনের অধিকারী সঞ্জয় দত্তকে দারুণ সাবলীলভাবে ফুটিয়ে তুলে ক্যারিয়ারের সেরা অভিনয় উপহার দিয়েছেন রণবীর কাপুর।
এর মধ্যেই এই ছবি নিয়ে আরও একটি তথ্য সামনে এসেছে ৷ জানা গিয়েছে, ‘সঞ্জু’ ছবির জন্য কত টাকা পেয়েছেন আসল সঞ্জু ৷ এখন পর্যন্ত সঞ্জয় দত্ত, পরিচালক বা প্রযোজক কেউই এ বিষয়ে কিছু জানায়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সঞ্জয় দত্ত এই ছবির জন্য এককালীন বিশাল অঙ্কের টাকা ছাড়াও ছবি থেকে যা লাভ হবে তার একটি অংশও পাবেন।
advertisement
জানা গিয়েছে, সঞ্জয়ের জীবনের একাধিক অধ্যায় নিয়ে তৈরি ‘সঞ্জু’ ছবির কাহিনি বিক্রির জন্য সঞ্জয় দত্তের সঙ্গে বিশাল দর কষাকষি করা হয়। শেষমেশ ১০ থেকে ১১ কোটি টাকায় সমঝোতা হয়। এ ছাড়া ছবি থেকে যা লাভ হবে তার একটি অংশ সঞ্জয় দত্তকে দেওয়ার চুক্তি করেন প্রযোজক বিধুবিনোদ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 10, 2018 12:34 PM IST