বনশালির ‘পদ্মাবতী’তে এটাই কী শাহিদের লুক !
Last Updated:
বুধবার সকাল থেকেই ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছেন শাহিদ কাপুর ৷
#মুম্বই: বুধবার সকাল থেকেই ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছেন শাহিদ কাপুর ৷ একদিকে বউ মীরা কাপুরের সঙ্গে তাঁর অন্তরঙ্গ ছবি নিয়ে বলিউডে তুমুল গুঞ্জন ৷ তবে এই গুঞ্জন মোটেই নেগেটিভ নয়, বরং গোটা বলিউডে সংসারি নায়কের নাম নিয়ে ফেলেছেন শাহিদ কাপুর ৷ অনেকে তো মনে করছেন, বলিউডে হিরোদের মধ্যে শাহিদই একমাত্র যে নিজের বউকে সবচেয়ে বেশি ভালোবাসে !
তবে অন্য একটা কারণেও শাহিদ এখন খবরে ৷ সম্প্রতি শাহিদ নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেছেন একেবারে নতুন লুকের ছবি ৷ মুখ ভর্তি দাড়ি ৷ একেবারে অন্যরকম লুক ৷
এই ছবি থেকে গোটা বলিউডে গুঞ্জন উঠেছে, তাহলে কী এটাই বনশালির ‘পদ্মাবতী’ ছবিতে শাহিদের লুক ৷ খবর অনুযায়ী, বনশালির এই ছবিতে রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে দেখা যাবে শাহিদকে ৷
advertisement
advertisement
বনশালির ‘পদ্মাবতী’ ছবি শুরুর আগে থেকেই নানা কারণে খবরের শিরোনামে ৷ কখনও দীপিকার জন্য, তো কখনও রণবীর সিংয়ের জন্য ৷ প্রথমে শাহিদের জায়গায় অভিনয় করার কথা ছিল, শাহরুখ খানের ৷ শোনা গিয়েছিল এরকমটাই ৷ শোনা গিয়েছিল হৃত্বিকও নাকি থাকতে পারেন এই ছবিতে ৷ তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শাহিদ নিলেন ‘পদ্মাবতী’তে এন্ট্রি ৷ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংকে ৷
advertisement
‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’ ছবির পর বনশালি ‘পদ্মবতী’ ছবিতে ফের আনতে চলেছেন দীপিকা-রণবীর জুটিকে ৷ ছবিতে দীপিকা, রণবীর ছাড়াও রয়েছেন শাহিদ কাপুর ৷
সঞ্জয়লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’ ছবি শুধু বক্স অফিসে ঝড় তুলেই থেমে থাকেনি ৷ নানা দেশি বিদেশি ফিল্মি পুরস্কারে বাজিমাত করেছিল এই ছবি ৷ সঙ্গে দীপিকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সব্বাই ! তারপর থেকেই দীপিকা যেন একটু সচেতন হয়ে উঠল পারিশ্রমিক নিয়ে ৷
advertisement
‘তন্নু ওয়েডস মন্নু’ ও ‘ক্যুইন’ ছবি হিট হওয়ার পর কঙ্গনা রানাওয়াতও পারিশ্রমিক বাড়িয়ে করেছিলেন ১১ কোটি ৷ তবে দীপিকা, কঙ্গনার থেকে এক কাঠি উপরে ৷ সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’র জন্য দীপিকা সঞ্জয়ের থেকে চেয়ে বসলেন ১২ কোটি টাকা !
বনশালির ‘পদ্মাবতী’ ছবি তৈরি হওয়ার আগেই নানা কারণে খবরে ৷ শোনা গিয়েছে, দীপিকার পারিশ্রমিক নিয়ে নাকি ক্ষোভ প্রকাশ করেছেন বনশালি ৷ গুঞ্জনে রয়েছে, বনশালি নাকি নতুন করেও ভাবতে পারেন ছবির কাস্ট !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2016 3:36 PM IST