প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়েতে 'চোখ তুলে দেখো না' গানের ঝলক! উত্তাল নেটদুনিয়া

Last Updated:

গত সোমবার সোশ্য়াল মিডিয়া পোষ্ট করেন অভিনেতারা। সেখানে বেশ কিছুটা রহস্য়ের সমাধান হয়

#কলকাতা: ফের বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ভ্যালেন্টাইন্সডেতে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি একটা পোস্টকে ঘিরেই শুরু হয়েছিল এই রহস্য। কিন্তু সেই রহস্য় নিয়েছে নয়া মোড়।
এরপরে সোশ্য়াল মিডিয়ায় প্রকাশ্য়ে আসে বিয়ের তারিখ। অনেকেই তখন ধারণা করেন, এটা কোনও সিনেমার প্রচার। ছবির সঙ্গে যুক্ত রয়েছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সেখানে বলা হয়েছিল, বাকি উত্তর পাওয়া যাবে ২৫ নভেম্বর।
advertisement
গত সোমবার সোশ্য়াল মিডিয়া পোষ্ট করেন অভিনেতারা। সেখানে বেশ কিছুটা রহস্য়ের সমাধান হয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)-র নয়, বড়পর্দায় এই বিয়ে করতে চলেছেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu) ও অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee)।
advertisement
সম্প্রতি একটি পোস্টে দেবদীপ মুখোপাধ্য়ায় তাঁর ফেসবুক পোস্টে জানান তিনি বেজায় খুশি এই বিয়ে নিয়ে। হবে নাই বা কেন? তাঁর ক্য়পশনেই রয়েছে তার উত্তর। ক্য়াপশনে লিখেছেন, "এই জীবনের প্রথম আইটেম নম্বর, সেইটাই নাকি আবার টাইটেল ট্র্য়াক। লেখা, সুর করা, গাওয়া, সঙ্গে নাচ! মাথার উপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন বলে এ যাত্রায় উতরে গেলাম"।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়েতে 'চোখ তুলে দেখো না' গানের ঝলক! উত্তাল নেটদুনিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement