বাংলা ছবিতে ইরফান খান, মুক্তি পেল ‘ডুব’-এর ট্রেলার

Last Updated:

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ৷ ছবিতে রয়েছেন পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং তিশা ৷

#কলকাতা: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ৷ ছবিতে রয়েছেন পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং তিশা ৷ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মিডিয়া ও ভারতের এসকে মুভিজ ৷ ছবিতে সহ প্রযোজক হিসেবে ছিলেন ইরফান খানও ৷
প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘ডুব’। সেই নিয়েই শুরু হয় বিতর্ক। ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী ডা: মেহের আফরোজ শাওন। তবে ছবিটির নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকিম বলেন, এটি তাঁর সম্পূর্ণ মৌলিক গল্পভিত্তিক চলচ্চিত্র, কোনও জীবনীগ্রন্থ থেকে নেওয়া হয়নি।
ঢাকা সেন্সর বোর্ডের কড়া নজরে পড়ল এবার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘ডুব’ ৷ বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি ৷ তবে একথাকে ভ্রান্ত বলেই জানিয়েছেন ছবির পরিচালক ৷ ছবির পরিচালক মোস্তফা সারয়া ফারুকী ৷ বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘ডুব’ ছবিতে হুমায়ুন আহমেদের জীবনকে সঠিকভাবে দেখানো হয়নি বলে অভিযোগ তোলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ৷ সেন্সর বোর্ডের কাছে অভিযোগ পত্র জমাও দেন তিনি ৷ এর পর তথ্য মন্ত্রণালয়ের চিঠিতেই সেন্সর বোর্ডে আটকে যায় ‘ডুব’৷
advertisement
advertisement
ঢাকা সেন্সর বোর্ডে আটকে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ‘আমরা এর বিরুদ্ধে আইনি লড়াইতে যাব ৷ সব নিয়ম মেনেই আমরা ছবিটা তৈরি করেছি ৷ এমনকী, চিত্রনাট্যও আগে থেকে জমা দেওয়া হয়েছিল ৷ যা করা হয়েছে তা একেবারেই অনৈতিক ৷ ’
অন্যদিকে ছবির অভিনেতা ও বলিউড স্টার ইরফান খান জানান, ‘সিনেমাটি আটকে যাওয়ার ঘটনায় আমি খুবই বিশ্মিত ৷ এই সিনেমায় এক লেখকের সঙ্গে এক নারীর মানবিক টানাপোড়েন তুলে ধরা হয়েছে ৷ এটি কীভাবে সমাজের ক্ষতি করবে তা বুঝে উঠতে পারছি না ৷ ’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাংলা ছবিতে ইরফান খান, মুক্তি পেল ‘ডুব’-এর ট্রেলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement