বাংলা ছবিতে ইরফান খান, মুক্তি পেল ‘ডুব’-এর ট্রেলার

Irfan Khan

Irfan Khan

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ৷ ছবিতে রয়েছেন পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং তিশা ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিতে হুমায়ুন আহমেদের চরিত্রে অভিনয় করেছেন ইরফান খান ৷ ছবিতে রয়েছেন পার্নো মিত্র, বাংলাদেশের অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং তিশা ৷ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মিডিয়া ও ভারতের এসকে মুভিজ ৷ ছবিতে সহ প্রযোজক হিসেবে ছিলেন ইরফান খানও ৷

    প্রয়াত সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে ‘ডুব’। সেই নিয়েই শুরু হয় বিতর্ক। ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী ডা: মেহের আফরোজ শাওন। তবে ছবিটির নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকিম বলেন, এটি তাঁর সম্পূর্ণ মৌলিক গল্পভিত্তিক চলচ্চিত্র, কোনও জীবনীগ্রন্থ থেকে নেওয়া হয়নি।

    ঢাকা সেন্সর বোর্ডের কড়া নজরে পড়ল এবার বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি ছবি ‘ডুব’ ৷ বাংলাদেশের জনপ্রিয় লেখক প্রয়াত হুমায়ুন আহমেদের জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ছবি ৷ তবে একথাকে ভ্রান্ত বলেই জানিয়েছেন ছবির পরিচালক ৷ ছবির পরিচালক মোস্তফা সারয়া ফারুকী ৷ বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘ডুব’ ছবিতে হুমায়ুন আহমেদের জীবনকে সঠিকভাবে দেখানো হয়নি বলে অভিযোগ তোলেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন ৷ সেন্সর বোর্ডের কাছে অভিযোগ পত্র জমাও দেন তিনি ৷ এর পর তথ্য মন্ত্রণালয়ের চিঠিতেই সেন্সর বোর্ডে আটকে যায় ‘ডুব’৷

    ঢাকা সেন্সর বোর্ডে আটকে যাওয়া নিয়ে সংবাদ মাধ্যমকে পরিচালক জানিয়েছেন, ‘আমরা এর বিরুদ্ধে আইনি লড়াইতে যাব ৷ সব নিয়ম মেনেই আমরা ছবিটা তৈরি করেছি ৷ এমনকী, চিত্রনাট্যও আগে থেকে জমা দেওয়া হয়েছিল ৷ যা করা হয়েছে তা একেবারেই অনৈতিক ৷ ’

    অন্যদিকে ছবির অভিনেতা ও বলিউড স্টার ইরফান খান জানান, ‘সিনেমাটি আটকে যাওয়ার ঘটনায় আমি খুবই বিশ্মিত ৷ এই সিনেমায় এক লেখকের সঙ্গে এক নারীর মানবিক টানাপোড়েন তুলে ধরা হয়েছে ৷ এটি কীভাবে সমাজের ক্ষতি করবে তা বুঝে উঠতে পারছি না ৷ ’

    First published:

    Tags: Bengali Movie, Irfan Khan