Irrfan Khan: 'এটাই শেষ ইচ্ছে ছিল ইরফানের...!' মৃত্যুর ৫ বছর পর ফাঁস করলেন স্ত্রী সুতপা, শুনলে অবাক হবেন

Last Updated:

Irrfan Khan: গত ৬ জানুয়ারি জয়পুরে শুরু হয়েছে ‘ইরফান থিয়েটার ফেস্টিভ্যাল’। যা চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। এই ফেস্টিভ্যাল উদ্বোধন করতে জয়পুর পৌঁছেছিলেন সুতপা।

News18
News18
 মুম্বই: নিজের শহর জয়পুরের জন্য গভীর ভালবাসা ছিল অভিনেতা ইরফান খানের। ফলে সেখানে অভিনয় শিক্ষার কোনও প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি। শুধু তা-ই নয়, কৃষিকাজ এবং অর্গ্যানিক ফসল ফলানোর ইচ্ছাও ছিল অভিনেতার মনে। এক বিশেষ সাক্ষাৎকারে ইরফানের স্বপ্নের কথা ভাগ করে নিলেন তাঁর স্ত্রী সুতপা। তিনি জানালেন যে, মহারাষ্ট্রের একটি আম বাগানের মালিক ছিলেন ইরফান। আর অন্যান্য জায়গাতেও একই রকম ফলের বাগান করার পরিকল্পনা ছিল তাঁর।
গত ৬ জানুয়ারি জয়পুরে শুরু হয়েছে ‘ইরফান থিয়েটার ফেস্টিভ্যাল’। যা চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত। এই ফেস্টিভ্যাল উদ্বোধন করতে জয়পুর পৌঁছেছিলেন সুতপা। সেখানেই তাঁর কাছে জানতে চাওয়া হয় প্রয়াত অভিনেতার গুণের বিষয়ে। সুতপা জানান যে, ইরফান এমন একজন মানুষ, যিনি কারও প্রতি কোনও ক্ষোভ পুষে রাখতেন না। ইরফান-পত্নীর কথায়, “যাঁদের সঙ্গে উনি কাজ করেছেন, তাঁদের নামে উনি কখনও খারাপ কথা বলতেন না। আর কোনও কিছুর বিষয়েই তাঁর অভিযোগ ছিল না।”
advertisement
বই পড়ার প্রতি গভীর অনুরাগ ছিল ইরফানের। তিনি কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দ-এর ১২টি খণ্ড শেষ করে ফেলেছিলেন। শেষ দিকে বন্ধুদের থেকে অভিনেতা সেটি উপহার হিসেবে পেয়েছিলেন। জীবনের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য পূরণ হচ্ছে কি না, সেই বিষয়ে গভীর আগ্রহ ছিল তাঁর।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, অভিনেতার আধ্যাত্মিকতার প্রতি অনুরাগের কথাও তুলে ধরলেন তিনি। সুতপা জানান, মহেশ ভাটের খুবই ঘনিষ্ঠ ছিলেন ইরফান। আর মহেশ ভাটের সূত্রেই তাঁর আলাপ হয়েছিল জে কৃষ্ণমূর্তির সঙ্গে। আবার অন্যান্য বন্ধুদের মাধ্যমে অভিনেতার আলাপ হয়েছিল ওশোর সঙ্গে। আসলে ইরফানের বিশ্বাস ছিল, যাঁরা আধ্যাত্মিক, তাঁদের সকলের মধ্যেই একই রকম একটা বিষয় থাকে।
advertisement
দাম্পত্য জীবনে নিজেদের স্ট্রাগলের জল্পনার বিষয়টা নাকচ করে দিয়ে সুতপা বলেন যে, “আমাদের কখনওই স্ট্রাগল করতে হয়নি। একটা বাইক থেকে আমাদের যাত্রা শুরু করেছিল। এরপর আমরা আপগ্রেড করে ল্যান্ড ক্রুজার নিয়েছিলেন। তবে বাইক নিয়ে আমরা প্রচুর আনন্দ করেছি। আসলে আমার অফিস ছিল মুম্বইয়ের লোয়ার পারেলে। ফলে সেখানে যাওয়ার সময় বাইক রাইড ছিল ভারি উপভোগ্য। একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে ভালবাসতাম, বই পড়তাম এবং একসঙ্গে কবিতাও শুনতাম।”
advertisement
সুতপা বলেন যে, “দারিদ্র্য কোনও স্ট্রাগল নয়। স্ট্রাগলটা আসলে আমাদের মনে।” স্মৃতির সরণি বেয়ে তিনি জানান যে, ইরফানের গল্প বলার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। যা মানুষের মন ছুঁয়ে যেত। অভিনেতা ‘পান সিং তোমর’ ছবি খুবই উপভোগ করেছিলেন। প্রসঙ্গত নিউরোএন্ডোক্রিন টিউমারের সঙ্গে দীর্ঘ ২ বছরের লড়াইয়ের পরে ২০২০ সালের এপ্রিল মাসে প্রয়াত হন ইরফান খান।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Irrfan Khan: 'এটাই শেষ ইচ্ছে ছিল ইরফানের...!' মৃত্যুর ৫ বছর পর ফাঁস করলেন স্ত্রী সুতপা, শুনলে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement