মৃত্যুর আগে মায়ের নাম ইরফানের, আম্মা আমাকে নিয়ে যেতে এসেছেন, তারপরেই সব শেষ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তারপরেই নিভল দীপ, অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন বলিউড
#মুম্বই: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ইরফান খান বুধবার মু্ম্বইয়ে প্রয়াত হয়েছেন ৷ মঙ্গলবার গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ পেটে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি ৷ ৫৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই জনপ্রিয় অভিনেতা ৷ শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ে গোটা পরিবার তাঁর সঙ্গে ছিলেন ৷
ইরফান খান তাঁর মাকে অত্যন্ত ভালবাসতেন ৷ পৃথিবীকে আলবিদা করার সময়েই মাকে স্মরণ করেছিলেন তিনি ৷ বুধবার সকালে যখন তিনি জীবন ও মৃত্যুর সঙ্গে লড়ছিলেন ঠিক তখনই স্ত্রী সুতপা শিকদারকে বলেছিলেন তাঁর মৃত্যু যন্ত্রণা কম করতেই মা এসেছিলেন ৷ মা তাঁর কাছে এসেছেন সঙ্গে নিয়ে যেতে ৷ এরপরেই বুকভাঙা কান্নায় ভেঙে পড়েছেন ইরফান খান ৷
advertisement
advertisement
এই শেষ কথার সঙ্গে সঙ্গেই রং মশালের আলোর মত অন্ধকারে মিলিয়ে গিয়েছে ইরফান খানের জীবন আলো ৷ ইরফানের মৃত্যুতে বলিউড থেকে টলিউডে নেমেছে শোকের ছায়া ৷ প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2020 4:52 PM IST

