Instagram: মাত্র ২৯-এই ঘুমের মধ্যে চলে গেলেন অঙ্কিত, জানালেন সঙ্গী ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
ফ্যাশন ডিজাইনর তথা ইনফুলেন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরার মৃত্যু হয়েছে। হৃদরোগে তিনি মারা গিয়েছেন বলে খবর। প্রথমে তাঁর মৃত্যু ঘিরে অনেক জল্পনা তৈরি হলেও ইনশা নিজের ইন্সটাগ্রামে প্রথম এই মৃত্যুর খবর সামনে আনেন।
মুম্বই: ফ্যাশন ডিজাইনর তথা ইনফুলেন্সার ইনশা ঘাইয়ের স্বামী অঙ্কিত কালরার মৃত্যু হয়েছে। হৃদরোগে তিনি মারা গিয়েছেন বলে খবর। প্রথমে তাঁর মৃত্যু ঘিরে অনেক জল্পনা তৈরি হলেও ইনশা নিজের ইন্সটাগ্রামে প্রথম এই মৃত্যুর খবর সামনে আনেন।
মৃত্যুকালে অঙ্কিতের বয়স হয়েছিল মাত্র ২৯বছর। একটি ইনস্টাগ্রামের পোস্টে গনিকা খুরানা প্রথম এই মৃত্যুর খবর সামনে আনেন। এরপরেই তা নিশ্চিত করেন ইনশা।
advertisement
advertisement
ওই ইন্সটাগ্রাম পোস্টে গনিকা লেখেন, “একজন সুস্থ স্বাভাবিক মানুষের ঘুমের মধ্যে এই পরিণতি মেনে নেওয়া যায় না। তাই দয়া করে যারা দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়াতে পারছেন না তাঁরা ভুক খবর প্রচার করবেন না। তাঁর আত্মার শান্তি কামনা করি।”
advertisement
এই প্রসঙ্গে ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি লেখেন, “অঙ্কিত, তুমি আমাকে ছেড়ে ভগবানের কাছে চলে গেলে। ভগবান কতটা ভাগ্যবান। এটা একদমই ঠিক নয়। দেড় বছর ধরে আমরা সঙ্গে আছি কিন্তু সবকিছু হঠাৎ থেমে গেল। ভাবছি এটা একটা স্বপ্ন, আমি ঘুম থেকে উঠে দেখবে আমি তোমার পাশে ঘুম ভাঙছে।”
ইন্সটাগ্রামে রীতিমত জনপ্রিয় ছিলেন এই দম্পতি। মূলত বিভিন্ন মজার মজার কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তাঁরা জনপ্রিয় হয়ে ওঠেন। গত বছর ফেব্রুয়ারিতেই তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন আর বছর ঘুরতেই অঘটন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 23, 2024 9:39 PM IST