Inspector Nalinikanta: খুনি কি আদৌ ক্ষান্ত? ট্রেলারে কীসের সংকেত, রহস্যের জালে ইন্সপেক্টর নলিনীকান্ত

Last Updated:

অনেকে বলেন, থ্রিলারের গল্প বলে দিলে না কি তার টান নষ্ট হয়ে যায়। সৌমিক চট্টোপাধ্যায়ের এই থ্রিলার কিন্তু সাবেক রোমাঞ্চের আঁচে তাপ পোহাতে বিশ্বাসী। সবাই জানবেন খুন কীভাবে হয়েছে, খুনি কে! কীভাবে তাকে ধরা হল, সেটাই এই ওয়েব সিরিজের আসল উত্তেজনার কেন্দ্রবিন্দু, যার প্রতি পরতে মিশে থাকবে রূদ্ধশ্বাসের আশ্বাস।

ট্রেলারে কীসের সংকেত, রহস্যের জালে ইন্সপেক্টর নলিনীকান্ত
ট্রেলারে কীসের সংকেত, রহস্যের জালে ইন্সপেক্টর নলিনীকান্ত
কলকাতা: ইন্সপেক্টর নলিনীকান্ত যে আসছেন, সে কথা সবাই এতদিনে জেনে গিয়েছেন অল্প-বিস্তর। প্রথমে টিজার, তার পরে পোস্টার- ধাপে ধাপে উত্তেজনার পারদ চড়েছে নতুন এই ওয়েব সিরিজ নিয়ে।
তার অবশ্য কারণও আছে। একে তো রহস্য উদ্ধারকারীর ভূমিকায় রজতাভ দত্ত কীভাবে দর্শকের মন কেড়ে নেন, সে আমরা আগেই দেখেছি দেবেশ চট্টোপাধ্যায়ের 'নাটকের মতো' ছবিতে। সেখানে অবশ্য হত্যাকাণ্ডের জটিলতা ছিল না।
কিন্তু এই যে এবার ইন্সপেক্টর নলিনীকান্ত হয়ে ধরা দিচ্ছেন রজতাভ দত্ত, এ নিখাদ প্রথাগত থ্রিলার। এখানে রক্তে যৌনতার হিন্দোল আছে, আছে সম্পর্কের দোলাচলে রক্তপাতের হট্টগোলও। ঠিক যেরকম থ্রিলার হালে দেখতে পছন্দ করেন ওটিটি প্ল্যাটফর্মের দর্শকেরা, 'ইন্সপেক্টর নলিনীকান্ত' ঠিক তা-ই! ক্লিক ওটিটি একেই হাতিয়ার করে নেমেছে টিআরপি ক্লিক করতে।
advertisement
advertisement
তবে ইন্সপেক্টর নলিনীকান্ত ওরফে রজতাভ দত্তর কাজটা যে সহজ নয়, সে কথা সাফ বুঝিয়ে দিয়েছে চিত্রনাট্যের কাহিনীরেখা। এক সার্জনের পরকীয়া প্রেম কীভাবে তাকে বাধ্য করে স্ত্রীকে হত্যা করতে, তা আমরা পর্বে পর্বে দেখব ওয়েব সিরিজে। কিন্তু সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলারটির আকর্ষণও কম কিছু নয়। সার্জনের মতো যা দেখতে দেখতে শিউরে উঠি আমরাও!
advertisement
অনেকে বলেন, থ্রিলারের গল্প বলে দিলে না কি তার টান নষ্ট হয়ে যায়। সৌমিক চট্টোপাধ্যায়ের এই থ্রিলার কিন্তু সাবেক রোমাঞ্চের আঁচে তাপ পোহাতে বিশ্বাসী। সবাই জানবেন খুন কীভাবে হয়েছে, খুনি কে! কীভাবে তাকে ধরা হল, সেটাই এই ওয়েব সিরিজের আসল উত্তেজনার কেন্দ্রবিন্দু, যার প্রতি পরতে মিশে থাকবে রূদ্ধশ্বাসের আশ্বাস।
advertisement
কিন্তু শেখর? তাকে কি মনে আছে? ট্রেলারে তার উপস্থিতিও বাদ যায়নি, সার্জনের এই উকিল বন্ধুর কী ভূমিকা হত্যাকাণ্ডে? রহস্য এতটাই জটিল, ইন্সপেক্টর নলিনীকান্ত আর সহকারী মুস্তাক তা কীভাবে সামলান, সেটাই দেখার! ট্রেলার যে দর্শকের প্রত্যাশা সামলেছে, তা তো বলাই বাহুল্য, বাকি শুধু সময়ের অপেক্ষা!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Inspector Nalinikanta: খুনি কি আদৌ ক্ষান্ত? ট্রেলারে কীসের সংকেত, রহস্যের জালে ইন্সপেক্টর নলিনীকান্ত
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement