কাটবে কি সিরিয়াল জট ? তথ্য ও সংস্কৃতি দফতরের হস্তক্ষেপে কাল ত্রিপাক্ষিক বৈঠক

Last Updated:
#কলকাতা: সিরিয়াল সমস্যা মেটাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমির ডাকে ত্রিপাক্ষিক বৈঠক। তারমধ্যেই নতুন সমস্যা। টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের পুরোন চুক্তি নিয়ে টানাপোড়েন। যে সমস্যা না মিটলে একত্রিশে অগাস্টের পর থেকে বন্ধ হতে পারে ছবির শুটিংও। আপাতত সব পক্ষই তাই তাকিয়ে বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠকের দিকে।
মঙ্গলবারই আর্টিস্টস ফোরামের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, নিজেদের অবস্থান থেকে সরবেন না তাঁরা। তবে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও দু-পক্ষেরই দাবি, শুটিং বন্ধ রেখেছে অপর পক্ষ। ফলে সবে মিলে বুধবারও আলো জ্বলল না টালিগঞ্জের কোনও সিরিয়ালের সেটেই। দু-দিন ধরে বহু চাপানউতোরের পর বুধবার মুখে কুলুপ দু'পক্ষেরই।
সিরিয়ালের অভিনেতাদের অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেননি প্রযোজকরা। তবে ফিল্মের শুটিংয়ের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন জটিলতা। ইমপার বক্তব্য অনুযায়ী ২০১৭ সালে প্রযোজকদের সঙ্গে হওয়া বৈঠকের পরেই এক লাফে পঁয়তাল্লিশ শতাংশ পারিশ্রমিক বেড়েছিল টেকনিশিয়ানদের।
advertisement
advertisement
বৈঠক হয়েছিল। সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। এক বছরেরও বেশি সময় পঁয়তাল্লিশ শতাংশ বাড়তি
টাকা দিলেন প্রযোজকরা। কিন্তু মউ স্বাক্ষর হয়েছিল কি?
টেলি দুনিয়ার টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার ছবি নিয়ে বৈঠকে বসে ইমপা। আর সেখানেই ঝুলি থেকে বেরিয়ে পড়ল বিড়াল। বৈঠকে ওই মউ নিয়ে প্রশ্ন তোলা হয় প্রযোজকদের তরফে। মউ স্বাক্ষর এখনও বাকি। বুঝতে পেরেই জানিয়ে দেওয়া হয়, সাতদিনের মধ্যে মউ সই নাহলে বন্ধ করে দেওয়া হবে ছবির শুটিং।
advertisement
পুরো বিষয়টি সামনে আসতেই উঠছে বেশ কিছু প্রশ্ন।
প্রশ্ন ১
১ বছরেরও বেশি সময় ৪৫ শতাংশ বেশি পারিশ্রমিক দেওয়া হল কলাকুশলীদের। প্রযোজকেরা না জেনেই এত বেশি অংকের টাকা দিলেন তাঁদের?
প্রশ্ন ২
যে বৈঠকে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল, সেখানে মউ তৈরি হল না কেন? মিনিটস অফ দ্য মিটিংয়ে প্রযোজক অথবা কলাকুশলীদের তরফে কারও সই নেই কেন?
advertisement
প্রশ্ন ৩
টেলি দুনিয়ার টানাপোড়েনের মাঝে হঠাৎ এই প্রশ্ন কেন তুললেন প্রযোজকরা?
সিরিয়াল জট কাটাতে হস্তক্ষেপ করছে তথ্য ও সংস্কৃতি দফতর। বৃহস্পতিবার টেলি অ্যাকাডেমির ডাকে টেকনিশিয়ান স্টুডিওয় বসছে ত্রিপাক্ষিক বৈঠক। আর্টিস্টস ফোরাম ও প্রযোজকদের সঙ্গে বৈঠকে থাকছেন টেলি অ্যাকিডেমির পক্ষে মন্ত্রী অরূপ বিশ্বাস, শ্রীকান্ত মোহতা। সেই বৈঠকে সমাধানসূত্র মিললে ভাল। তা না হলে ছোট, বড় দুই পর্দাতেই যে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হবে সেবিষয়ে সন্দেহ নেই। তাই সব পক্ষই এখন তাকিয়ে বৃহস্পতিবারের বৈঠকের দিকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কাটবে কি সিরিয়াল জট ? তথ্য ও সংস্কৃতি দফতরের হস্তক্ষেপে কাল ত্রিপাক্ষিক বৈঠক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement