Indraneil Sengupta: তিনিই কি এ বার প্রদোষ মিত্রের ভূমিকায়? কোন ইঙ্গিত দিচ্ছেন কিরীটী রায়?

Last Updated:

ইন্দ্রনীল সেনগুপ্তর প্রোফাইলে এই ছবি এখন ফেলুভক্তদের আলোচনা নতুন বিষয় ৷ তা হলে কি তাঁকেই এ বার দেখা যাবে প্রদোষচন্দ্র মিত্তিরের ভূমিকায় ? নাকি, এ নিছকই গ্রীষ্মকালীন অবসরযাপন?

কলকাতা:  মেঝের উপর রাখা ফেলুদা সমগ্রর দু’টি খণ্ড ৷ পাশে ছাইদানে রাখা সিগারেট থেকে পাক খাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী ৷ পাশে শুয়ে তিনি ৷ চোখ বন্ধ ৷ আলগোছে রাখা হাত পড়ে আছে কপালে ৷ ছবির ক্যাপশন, ‘গ্রীষ্ম’৷ ইন্দ্রনীল সেনগুপ্তর প্রোফাইলে এই ছবি এখন ফেলুভক্তদের আলোচনা নতুন বিষয় ৷ তা হলে কি তাঁকেই এ বার দেখা যাবে প্রদোষচন্দ্র মিত্তিরের ভূমিকায় ? নাকি, এ নিছকই গ্রীষ্মকালীন অবসরযাপন?
ফেলুভক্তদের কাছে অবশ্য কল্পনায় মিলায় বস্তু ৷ তাই ছবির সঙ্গে অনুরাগীদের মন্তব্য ভেসে আসতে দেরি হয়নি ৷ অনেকেরই অনুমান, গোয়েন্দাপ্রবর কিরীটী রায় আসলে ইঙ্গিত দিচ্ছেন ৷ তাঁকে এ বার পর্দায় দেখা যাবে ফেলুদার ভূমিকায় ৷ তবে ইন্দ্রনীল এই ছবি এবং ক্যাপশনের বেশি আর কিছু ভাঙেননি ৷ নেটিজেনদের প্রশ্ন অবশ্য তাতে থামেননি ৷ সিগারেটটা কি চারমিনার? জানতে চেয়েছেন অনেকেই ৷ বেশিরভাগ নেটিজেনই জানিয়েছেন, ইন্দ্রনীলকে পরবর্তী ফেলুদা হিসেবে তাঁরা দেখতে চান ৷
advertisement
প্রসঙ্গত সত্যজিৎ রায়ের শতবর্ষপূর্তিতে একটি নতুন ফেলুদা কীর্তি সেলুলয়েডবন্দি করবেন সন্দীপ রায়, শোনা গিয়েছিল আগেই ৷ শুধু ফেলুদা একা নয়, জোড়া গল্পের সে ছবিতে থাকবে প্রোফেসর শঙ্কুর অভিযানও ৷ গুঞ্জন শোনা গিয়েছিল, সেই ছবিতেই ইন্দ্রনীলকে দেখা যাবে বাঙালির প্রিয় প্রাইভেট ইনভেস্টিগেটরের ভূমিকায় ৷ তাঁর নাকি লুক টেস্টও হয়ে গিয়েছে ৷ কিন্তু এ সব রয়ে গিয়েছে গুঞ্জনের স্তরেই ৷ সম্ভাব্য ফেলুদা বা লুকটেস্টের খবর, কোনও বিষয়েই কোনও শিলমোহর আসেনি পরিচালকের তরফে ৷
advertisement
advertisement
এদিকে গত শীতেই ওয়েবদুনিয়ায় টোটা রায়চৌধুরীর আত্মপ্রকাশ হয়েছে ফেলুদার ভূমিকায় ৷ সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় নতুন ফেলুদা-তোপসে-জটায়ু জুটির ‘ছিন্নমস্তার অভিশাপ’ দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ৷ একই কুশীলবদের নিয়ে সৃজিতের দ্বিতীয় ফেলু অভিযান ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’-এর ট্রেলর মুক্তি পেলেও ছবি এখনও অধরা ৷
অন্যদিকে, ‘কিরীটী ও কালো ভ্রমর’ এবং ‘নীলাচলে কিরীটী’ ছবিতে ইতিমধ্যেই ইন্দ্রনীলের অভিনয় দক্ষতা ছাপ ফেলেছে গোয়েন্দাকাহিনির ভক্তদের মনে ৷ ‘গোগোলের কীর্তি’ ছবিতে তিনি অভিনয় করেছিলেন পুলিশ আধিকারিক অশোক ঠাকুরের ভূমিকায় ৷ ‘আসছে আবার শবর’-এ তাঁকে দেখা গিয়েছিল বিজয় সেনের চরিত্রে ৷
advertisement
তবে তাঁর নিজের পছন্দতালিকায় শীর্ষে ফেলুদাই ৷ ইন্দ্রনীল বছর দুয়েক আগে জানিয়েছিলেন সংবাদমাধ্যমে ৷ দ্বিতীয় স্থানে বিরাজমান ব্যোমকেশ ৷ কিরীটী সম্বন্ধে অভিনেতা জেনেছেন অভিনয়ের সুযোগ পাওয়ার পরই ৷
তা হলে কি এ বার পূর্ণ হতে চলেছে ইন্দ্রনীলের অভিলাষ? তিনিই এ বার সন্ধ্যাশশী বন্ধু হয়ে মগজাস্ত্রে শান দিয়ে পর্দায় সূক্ষ্মসালসন্ধান করবেন? আপাতত অপেক্ষা ছাড়া অন্য পথ নেই ফেলুপ্রেমীদের কাছে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indraneil Sengupta: তিনিই কি এ বার প্রদোষ মিত্রের ভূমিকায়? কোন ইঙ্গিত দিচ্ছেন কিরীটী রায়?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement