Indraneil Sengupta : টলিউডের অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, ভাঙনের মুখে ইন্দ্রনীল-বরখা দাম্পত্য

Last Updated:

ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও বরখা বিস্তের (Barkha Bisht) দাম্পত্যে ফাটল ধরেছে ৷ অন্তত গুঞ্জন সেরকমই ৷

মুম্বই :  ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta) ও বরখা বিস্তের (Barkha Bisht) দাম্পত্যে ফাটল ধরেছে ৷ অন্তত গুঞ্জন সেরকমই ৷ ঘনিষ্ঠ সূত্রে খবর, দুই তারকার মধ্যে টানাপড়েন চলছে গত প্রায় পাঁচ মাস ধরে ৷ তাদের মধ্যে দূরত্বের কারণ নাকি ইশা সাহা ৷ ইতিমধ্যেই ইশার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন ইন্দ্রনীল ৷ শোনা যাচ্ছে, ইশার সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই নাকি ইন্দ্রনীলের থেকে দূরে সরে গিয়েছেন বরখা ৷
সম্পর্কের তিক্ততা এতটাই চরমে, শোনা যাচ্ছে, ইন্দ্রনীল নাকি তাঁদের ফ্ল্যাট ছেড়ে ওই একই বহুতলে আলাদা থাকছেন তাঁর বাবা মায়ের সঙ্গে ৷ স্বামী স্ত্রী দু’জনেই নাকি তাঁদের ১৩ বছরের বিবাহিত সম্পর্ককে একটা বিরতি দিয়ে দেখতে চাইছেন ৷
তবে এই গুঞ্জনের কোনও প্রতিফলন নেই সামাজিক মাধ্যমে ইন্দ্রনীলের প্রোফাইলে ৷ সেখানে তিনি নিয়মিত নিজের ছবি শেয়ার করেন ৷ পোস্ট করেন ৯ বছরের কন্যা মেইরার ছবিও ৷ তবে স্ত্রীর ছবি সেখানে বিরল ৷ কিছু মাস আগে ইন্দ্রনীল একটি ছবি শেয়ার করেছিলেন ৷ সেখানে তাঁকে দেখা যাচ্ছিল চোখ বুজে মেঝেতে শুয়ে থাকতে৷ সঙ্গে সিগারেট এবং ফেলুদা সমগ্র ৷ এই ছবি পোস্ট করার পর থেকে গুঞ্জন তীব্র হয় যে সত্যজিৎ রায়ের শতবর্ষে সন্দীপ রায়ের পরিচালনায় ইন্দ্রনীলই পরবর্তী ফেলুদা ৷
advertisement
advertisement
তবে এই গুঞ্জনে কোনও উত্তর অভিনেতা দেননি ৷ তবে তিনি তীব্রভাবে নস্যাৎ করেছেন ইশার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার গুঞ্জন ৷ তাঁর দাবি, বাঙালি এই অভিনেত্রীর সঙ্গে তাঁর কোনও বিশেষ সম্পর্ক নেই ৷ উড়িয়ে দেন বিবাহ সম্পর্কিত জটিলতাও ৷
একইভাবে সম্পর্কের কথা অস্বীকার করেন ইশাও ৷ সংবাদমাধ্যমে বলেন, এর আগেও তাঁকে জড়িয়ে বিভিন্ন সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে ৷ আগে এই ধরনের রটনায় কষ্ট পেলেও এখন তিনি জানেন কী করে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indraneil Sengupta : টলিউডের অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, ভাঙনের মুখে ইন্দ্রনীল-বরখা দাম্পত্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement