দেশের প্রথম রূপান্তরকামী ব্যান্ড, ‘সিক্স প্যাক’!

Last Updated:

কারও কাছে তাঁরা বৃহন্নলা ৷ কারও কাছে হিজড়ে ৷ কেউ বা আবার তাঁদের ছক্কা বলেই ডাকেন ৷ তবে রয়েছে এদের পোশাকি নামও থার্ড জেন্ডার কিংবা রূপান্তরকামী ৷ অনেকের কাছেই এরা ‘অমঙ্গল’৷ কিন্তু বিয়ে বাড়ি হোক কিংবা বাচ্চার জন্ম ৷ সবেতেই এদের উপস্থিতি উজ্জ্বল ৷

#মুম্বই: কারও কাছে তাঁরা বৃহন্নলা ৷ কারও কাছে হিজড়ে ৷ কেউ বা আবার তাঁদের ছক্কা বলেই ডাকেন ৷ তবে রয়েছে এদের পোশাকি নামও থার্ড জেন্ডার কিংবা রূপান্তরকামী ৷ অনেকের কাছেই এরা ‘অমঙ্গল’৷ কিন্তু বিয়ে বাড়ি হোক কিংবা বাচ্চার জন্ম ৷ সবেতেই এদের উপস্থিতি উজ্জ্বল ৷ এদের আর্শিবাদে নাকি ভাগ্য ফেরে ৷ ভালো-মন্দ মিশিয়ে রূপান্তরকামীদের নিয়ে নানা কথা ৷ তবে আইনের কাঠগোড়ায় বা ধারায় থার্ড জেন্ডার হিসেবে স্বীকৃতি মিললেও, সমাজে এখনও মেনে নিতে পারেনি রূপান্তরকামীদের ৷ তবে সমাজের সমস্ত মানুষের কাছে এবার পৌঁছে যেতে রূপান্তরকামীদের নতুন উদ্যোগ ৷ সঙ্গে হাত মেলালো ওয়াই প্রোডাকশন ৷ প্রকাশ্যে এল দেশের প্রথম রূপান্তরকামীদের ব্যান্ড ‘সিক্স প্যাক ব্যান্ড’ ৷ মুক্তি পেল তাঁদের গাওয়া গান ‘হাম হ্যায় হ্যাপি’ ৷ আর ভিডিও-র শুরুতে গলা মেলালেন অভিনেত্রী অনুষ্কা শর্মাও ৷ তবে এখানেই শেষ নয় ৷ পরের ভিডিওতে ‘সিক্স প্যাক ব্যান্ড’-এর মেম্বাররা গান গাইবেন সোনু নিগমের সঙ্গে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেশের প্রথম রূপান্তরকামী ব্যান্ড, ‘সিক্স প্যাক’!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement