Pawandeep Accident: একটুর জন্য বাঁচলেন! শরীর জুড়ে একাধিক আঘাত... হাসপাতালের বেডে বসেই ‘জো ভেজি থি দুয়া’ গানইলেন পবনদীপ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Pawandeep Accident: হাসপাতালে ভরতি ছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ১২ বিজয়ী গায়ক পবনদীপ রাজন। বর্তমানে চিকিত্সাধীন পবনদীপ
হাসপাতালে ভরতি ছিলেন ইন্ডিয়ান আইডল সিজন ১২ বিজয়ী গায়ক পবনদীপ রাজন। বর্তমানে চিকিত্সাধীন পবনদীপ। গুরুতর দুর্ঘটনা থেকে ধীরে ধীরে সেরে উঠছেন গায়ক। হাসপাতালের বেডে বসেই গান গাইলেন পবনদীপ।
৫ ই মে সোমবার ভোররাতে আহমেদাবাদে দুর্ঘটনার শিকার পবনদীপ রাজনের গাড়ি। তারপরেই হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে। গায়কের শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। আহমেদাবাদে মারাত্মক দুর্ঘটনার পর দ্রুতই সেরে উঠছেন পবনদীপ।
advertisement
সোমবার পবনদীপের ফ্যান পেজের পক্ষ থেকে একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায় হাসপাতালের বেডে বসেই গান গাইছেন পবনদিপ। অ্যাকসিডেন্টের ধাক্কা সামলেও অটুট তাঁর গলার জাদু।
advertisement
আরও পড়ুন: সূর্য-বৃহস্পতি, ২৪ ঘণ্টায় জোড়া মহাগোচর! কপাল খুলবে ৪ রাশির, হাতে কুবেরের ধন, বড় সুখবর আসছে
প্রসঙ্গত, ৫ মে রাত ২:৩০ টার দিকে মোরাদাবাদের কাছে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ রিপোর্ট অনুযায়ী, পবনদিপ দিল্লির রাস্তায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় গাড়ির চালক রাহুল সিং এবং সহযাত্রী অজয় মেহরাও আহত হন। প্রত্যক্ষদর্শীরা প্রথমে তাদের একটি লোকাল হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য একটি উচ্চতর চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 3:27 PM IST