Indian Idol 12: করণ জোহরের ছবিতে গান গাইবেন বনগাঁর মেয়ে অরুণিতা ! সামনে এল গানের ভিডিও

Last Updated:

Indian Idol 12: অরুণিতাকে বলেন করণ জোহর ," আজ থেকে আমি আরও এক গায়িকার ভক্ত হয়ে গেলাম। আর সেটা হলে তুমি। "

#মুম্বই: ইন্ডিয়ান আইডল ১২ (Indian Idol 12)। কয়েক দিনের মধ্যেই জানা যাবে এই সঙ্গীত প্রতিযোগিতায় কে হবে প্রথম। শেষ ছয় প্রতিযোগীর মধ্যে চলছে এখন লড়াই। তাঁরা প্রত্যেকেই দারুণ ভালো গান করেন। কাকে প্রথম করবেন বিচারক এবং দর্শক সে কথা বলবে সময়। এই সময় ইন্ডিয়ান আইডল ১২ অনেক গেস্ট বিচারক আসছেন।
সম্প্রতি একটি প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে করণ জোহর গেস্ট বিচারক হয়ে এসেছেন এই রিয়ালিটি শোতে। সকলের গান শুনেই তিনি মুগ্ধ। তবে কলকাতার মেয়ে অরুণিতা কাঞ্জিলালের গান শুনে মুগ্ধ করণ। প্রোমোতে দেখা গিয়েছে গানের মঞ্চে এসে অরুণিতাকে অভিনন্দন জানাচ্ছেন করণ।
advertisement
advertisement
করণ জোহরের ছবির গান গাইছেন অরুণিতা। তিনি মুক্ত কণ্ঠে 'কভি খুশি কভি গম' ছবির টাইটেল বা প্রধাণ গানটি গাইছেন। এই ছবিতে অভিনয় করে মন ভরিয়েছিলেন শাহরুখ -কাজল। শুধু তাঁরাই নন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনকেও ভোলা সম্ভব না এই ছবিতে। সেই সঙ্গে হৃতিক ও করিনা কাপুর খানের অভিনয়ও মন ছুঁয়ে যায়। ছবির সঙ্গে সঙ্গে গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। 'কভি খুশি কভি গম' গানটি গাইলেন অরুণিতা। যা শুনে মুগ্ধ হয়ে যান করণ জোহর। তিনি সেখানেই একটি বড় ঘোষণা করে ফেলেন।
advertisement
advertisement
তিনি অরুণিতাকে বলেন ," আজ থেকে আমি আরও এক গায়িকার ভক্ত হয়ে গেলাম। আর সেটা হলে তুমি। " এখানেই শেষ নয় তিনি অরুনিতাকে ধর্মা ফ্লিমে অভিনন্দন জানান। এবং বলেন , " এ বছরেই তাঁর ছবিতে গান গাইবেন অরুনিতা।" ধর্মা ফ্যামেলির নতুন সদস্য অরুণিতা। কলকাতার মেয়ে অরুনিতা প্রথমবার রিয়েলিটি শোতে গিয়েই জয় করলেন সকলের মন। দেখা যাক এবার তিনি প্রথম হতে পারেন কিনা ! তবে বলিউডে যে তাঁর জায়গা পাকা হয়ে গেল, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Indian Idol 12: করণ জোহরের ছবিতে গান গাইবেন বনগাঁর মেয়ে অরুণিতা ! সামনে এল গানের ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement