‘বাহুবলি’, ‘থালাইভা’কে কাত করতে রণবীর চিং !
Last Updated:
না কোনও টাইপিংয়ের ভুল নয়, নামটা ঠিকই পরেছেন ‘রণবীর চিং’ ৷
#মুম্বই: না কোনও টাইপিংয়ের ভুল নয়, নামটা ঠিকই পরেছেন ‘রণবীর চিং’ ৷ আর ইনিই আসছেন ‘বাহুবলি’ ও দক্ষিণী ‘থালাইভা’ রজনীকান্তকে এক হাত নিতে ! তার আসার পুরো ব্যবস্থাটা করে দিয়েছেন পরিচালক রোহিত শেট্টি !
কিছুদিন ধরেই বলিউডের গুঞ্জনে ছিল রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধছেন রণবীর সিং ৷ প্রথমে অনেকেই ভেবেছিলেন রোহিত শেট্টি হয়তো নতুন কোনও সিনেমা তৈরি করতে চলেছেন ৷ তবে আসল খবরটা জানাল, রণবীর সিং নিজেই ৷
সিনেমা নয়, নতুন নুডলসের বিজ্ঞাপনে আসতে চলেছেন রোহিত শেট্টি ও রণবীর ৷ আর এই বিজ্ঞাপনেই রণবীরের নাম রণবীর সিং নয়, রণবীর চিং !
advertisement
advertisement
সম্প্রতি প্রকাশ্যে এল এই বিজ্ঞাপনের ট্রেলার ৷ এরকম বিজ্ঞাপন ভারতীয় টেলিভিশন আগে দেখেনি ৷ একেবারে ফিল্মি কায়দায় রোহিত শ্যুটিং করেছেন নুডলের বিজ্ঞাপন ৷ রণবীরের সঙ্গে এই বিজ্ঞাপনে দেখা যাবে তামান্না ভাটিয়াকেও !
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2016 2:51 PM IST