হোম /খবর /বিনোদন /
হঠাৎ দেখা বিয়েবাড়িতে, নিষ্প্রভ দাম্পত্য সত্ত্বেও অবন্তিকাকে শুভেচ্ছা ইমরানের

Imran Khan : হঠাৎ দেখা বিয়েবাড়িতে, নিষ্প্রভ দাম্পত্য সত্ত্বেও অবন্তিকাকে আন্তরিক শুভেচ্ছা ইমরানের

ইমরান ও অবন্তিকা

ইমরান ও অবন্তিকা

একে অন্যকে এড়িয়ে গেলেন না ইমরান খান (Imran Khan) ও অবন্তিকা মালিক (Avantika Malik) ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই : এক বিয়েবাড়িতে হঠাৎই দেখা ৷ একে অন্যকে এড়িয়ে গেলেন না ইমরান খান (Imran Khan) ও অবন্তিকা মালিক (Avantika Malik) ৷ খাতায় কলমে দম্পতি থাকলেও গুঞ্জন, দুই তরকার দাম্পত্যে ফাটল ধরেছে অনেক দিন ৷ সম্প্রতি মুম্বইয়ে এক বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন তাঁরা ৷ সংবাদমাধ্যমে প্রকাশ, দেখা হওয়ার পর একে অন্যকে তাঁরা এড়িয়ে যাননি ৷ বরং অবন্তিকার কাছে গিয়ে আন্তরিক ভাবেই শুভেচ্ছা জানান ইমরান ৷ মেরিন ড্রাইভের এক বিলাসবহুল হোটেলে ৷

তাহলে কি আবার কাছাকাছি এসে গিয়েছেন ইমরান-অবন্তিকা? তাঁদের সাম্প্রতিক শরীরী ভাষা সেরকমই বলছে ৷ ফলে গুঞ্জন শুরু হতে দেরি হয়নি ৷ দশ বছরের প্রেমপর্বের পর তাঁরা বিয়ে করেন ২০১১ সালে ৷ একমাত্র মেয়ে ইমারা মালিকের বয়স ৭ বছর ৷ ২০১৯ সালে তাঁদের সম্পর্ক তিক্ততার চরমে ওঠে ৷ শোনা যায়, সে সময় থেকেই তাঁরা আলাদা থাকেন ৷

সামাজিক মাধ্যমে অবন্তিকা বেশ সক্রিয় ৷ ইনস্টাগ্রাম হ্যান্ডলে মাঝে মাঝেই শেয়ার করেন মেয়ের ছবি ও ভিডিয়ো ৷ এ বছর মে মাসে অবন্তিকা একটি ইনস্টা রিল শেয়ার করেছিলেন ৷ সেখানে ফুটে উঠেছে ইমারা ও তার পোষ্য কুকুরের বন্ধুত্ব ও একসঙ্গে তাদের বেড়ে ওঠা ৷ তার আদরের পোষ্যের নাম ‘কোকো’ ৷

অন্যদিকে ইমরান সামাজিক মাধ্যমে অপেক্ষাকৃত লো প্রোফাইল বজায় রাখেন ৷ তবে কিছু মাস আগে মেয়ের সঙ্গে সৈকতে সময় কাটানোর সময় পাপারজ্জিদের লেন্সবন্দি হয়েছিলেন ৷ সেখানে দেখা গিয়েছে, বাবা ও মেয়ে দু’জনেই সৈকত থেকে ছুটে ফিরে আসছেন গাড়িতে ৷ কারণ তত ক্ষণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷

ইমরান ও অবন্তিকা ডিভোর্সের আবেদন না করলেও শোনা যাচ্ছে তাঁদের মধ্যে সম্পর্ক কার্যত নিষ্প্রভ ৷ ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যায়, তামিল অভিনেত্রী লেখা ওয়াশিংটনে সঙ্গে ইমরানের প্রেমজ সম্পর্কই তাঁর দাম্পত্যে চির ধরার কারণ ৷ তবে ইমরান বা লেখা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি ৷

বলিউডে শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করা ইমরান পূর্ণাঙ্গ নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন ‘জানে তু...ইয়া জানে না’ ছবিতে ৷ ২০০৮ সালে জেনেলিয়া ডি’ সুজার বিপরীতে তাঁর এই ছবি ছিল সুপারহিট ৷ তার পর ‘কিডন্যাপ’, ‘লাক’, ‘ডেলহি বেলি’, ‘বম্বে টকিজ’, ‘কট্টি বট্টি’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করলেও প্রথম ছবির সাফল্য ফিরে পাননি ৷ অধরা থেকে গিয়েছে প্রত্যাশিত সাফল্যও ৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Avantika Malik, Imran Khan