ইমনকে মাথায় রেখেই গানটা তৈরি করেছিলাম : দেবজ্যোতি মিশ্র

Last Updated:

দেবজ্যোতি মিশ্র আর ইমন চক্রবর্তী ৷ যুগলের সৃষ্টিই এখন কাঁপিয়ে দিচ্ছে নেট দুনিয়া ৷ ইউটিউবে তাঁদের গান এখন ট্রেন্ডিংয়ে ৷ শহরে ইতিউতি আলোচনাও হচ্ছে ৷ সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবশ্য ‘উড়নচণ্ডী’ ৷ সৌজন্যে অবশ্য এক ঝাঁক নতুন নাম ৷ নতুন পরিচালক, নতুন তারকা...সবেতেই নতুনত্বের ‘উড়নচণ্ডী’ ৷

#কলকাতা: দেবজ্যোতি মিশ্র আর ইমন চক্রবর্তী ৷ যুগলের সৃষ্টিই এখন কাঁপিয়ে দিচ্ছে নেট দুনিয়া ৷ ইউটিউবে তাঁদের গান এখন ট্রেন্ডিংয়ে ৷ শহরের ইতিউতি আলোচনাও হচ্ছে ৷ সবকিছুর কেন্দ্রবিন্দুতে অবশ্য ‘উড়নচণ্ডী’ ৷ সৌজন্যে এক ঝাঁক নতুন নাম ৷ নতুন পরিচালক, নতুন তারকা...সবেতেই নতুনত্বের ‘উড়নচণ্ডী’ ৷
সদ্যই শহরে এল ‘উড়নচণ্ডী’-র নতুন গান ৷ ইমনের গলায় আর দেবজ্যোতির সুরে ‘ছুটছে জীবন উড়নচণ্ডী’ ৷ আর নামের সঙ্গে তাল মিলিয়ে ভালই দৌড়াচ্ছে ইমন-দেবজ্যোতির এই জুটি ৷ থমকানোর কোনও নামও নিচ্ছে না ৷
হঠাৎ এমন একটা অফবিট গান ? সকলেই বলছেন ‘বেশ অন্যরকম ৷’ গল্পটা কী ? দেবজ্যোতিকে জিজ্ঞাসা করতেই অকপট উত্তর, ‘গানের ইন্সপিরেশন পেয়েছিলাম ইমনের কথা মাথায় রেখেই ৷ পাশাপাশি ছিল  অভিষেকের গল্পও ৷ মেয়েদের স্বাধীনভাবে বাঁচার গল্পটাই বলতে চেয়েছে ও৷ আর লড়াইয়ের ছায়াটাই পড়েছে গানে ৷’
advertisement
advertisement
কিন্তু হঠাৎ ইমনই কেন ? মিশ্রবাবু বলছেন, ‘‘গানটা তৈরির ক্ষেত্রে ইমনের কথাই সবার আগে মাথায় এসেছিল ৷ তার কারণ ইমনের জীবন দর্শন ৷ যেভাবে ও স্বাধীনভাবে বাঁচে, তেমন একটা কন্ঠের প্রয়োজন ছিল ৷ ওকে ভেবেই কম্পোজিশনটা করে ফেললাম ৷’
ইমনের গলাতেও ঝরে পড়ল একরাশ ‘উড়নচণ্ডী’ ভাললাগা ৷ ‘‘দেবুদা যখন আমায় এই গানের অফার দেয়, তখনই রাজি হয়ে গিয়েছিলাম ৷ ইদানিং আমার কাছে একটু অন্যরকম গানের অফার আসছে ৷ আর দেবুদা যেরকম গান তৈরি করছে সেইরকম গান গাইতেই বেশি স্বচ্ছন্দ্য আমি ৷’
advertisement
এই গানের কথা লিখেছেন শ্রীজাত ৷ বাকি গানঘরের দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি মিশ্র ৷ এই নিয়ে ‘উড়নচণ্ডী’-র তৃতীয় গান এল বাজারে ৷ আগের গুলোও নজর কেড়েছে শ্রোতাদের ৷ তবে বেশিরভাগেরই মত, ‘মিঠি মিঠি’ আর ‘সাইয়ো রে’-র থেকেও বেশি ভাল হয়েছে ‘ছুটছে জীবন....৷’
advertisement
তবে আসল রিপোর্ট কার্ড তো দেবে দর্শক ৷ ৩ অগস্ট মুক্ত পেতে চলেছে ‘উড়নচণ্ডী’ ৷ এই ছবির মূল ইউএসপি রয়েছে আরও অনেক ৷ নতুন পরিচালক অভিষেক সাহার প্রথম ছবি ৷ তাও আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় ৷ এখানেই শেষ নয় ৷ এই ছবিতেই মুখ্য চরিত্রে রয়েছেন দুই হেভি ওয়েট নবাগত-নবাগতা ৷ একজন চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়, অন্য জন্য ইন্দ্রানী দত্তের মেয়ে রাজনন্দিনী পাল ৷ ছবিতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী আর চিত্রা সেন ৷
advertisement
তথ্য: অমৃত হালদার
বাংলা খবর/ খবর/বিনোদন/
ইমনকে মাথায় রেখেই গানটা তৈরি করেছিলাম : দেবজ্যোতি মিশ্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement