Iman Chakraborty : কুলোর সাজ থেকে ইমনের পাওয়ার ন্যাপ, বিয়ের অদেখা ছবি পোস্ট গায়িকার

Last Updated:
অতিমারির আবহে গাঁটছড়া বেঁধেছিলেন ইমন-নীলাঞ্জন ৷ চলতি বছরের ৩১ জানুয়ারি ৷ তাঁদের সুরেলা সফরের সূত্রপাতের কিছু অদেখা ছবি শেয়ার করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকা ৷
লাল-হলুদ ফুলের সাজে মিলেমিশে গিয়েছেন কনের সাজ ৷ হাতে ধরা গাছকৌটো সাক্ষী দিচ্ছে সনাতনী ঐতিহ্যের ৷
দর্পণে শরৎশশীর মতো ফ্রেমবন্দি যুগল ৷ ইমনের মেহেন্দিচর্চিত হাতে ধরা তাঁদেরই সুখচ্ছবি
advertisement
নীলাঞ্জন-ইমনের বিয়ের আসরেও মধ্যমণি পোষ্য ৷
advertisement
মনের খুশি ধরা পড়েছে বরকনের মুখের হাসিতেও ৷
আনন্দ উৎসবের মাঝে অন্য মুডে কনে ৷
‘তোমায় সাজাব যতনে’-মেক আপ শিল্পীর কাছে আত্মসমর্পণ ইমনের ৷ চলছে রূপটান ৷ ‘তোমায় সাজাব যতনে’-মেক আপ শিল্পীর কাছে আত্মসমর্পণ ইমনের ৷ চলছে রূপটান ৷
advertisement
বিয়ের ব্যস্ততার মাঝে হাসিমুখে ধরা দিয়েছেন ইমন ৷
রীতিনীতি পালন, অতিথি আপ্যায়নের মাঝেই চলছে দেদার নিজস্বী ক্লিক ৷
শুধু নিজস্বীই নয় ৷ সঙ্গে চলেছে গ্রুপ ছবি ফ্রেমবন্দি করাও ৷
advertisement
রঙিন কুলোর উপর বিয়ের দশকর্মার সাজসরঞ্জাম ৷ হামানদিস্তায় কাঁচা হলুদ বেঁটে চলছে গায়েহলুদের প্রস্তুতি ৷ রঙিন কুলোর উপর বিয়ের দশকর্মার সাজসরঞ্জাম ৷ হামানদিস্তায় কাঁচা হলুদ বেঁটে চলছে গায়েহলুদের প্রস্তুতি ৷
বিয়ের ব্যস্ততা তো থাকবেই ৷ তার মাঝেই কুল ক্যাজুয়াল পোশাকে পাওয়ার ন্যাপ ইমনের ৷
advertisement
(ছবি-ইমন চক্রবর্তীর ফেসবুক পেজ)
বাংলা খবর/ খবর/বিনোদন/
Iman Chakraborty : কুলোর সাজ থেকে ইমনের পাওয়ার ন্যাপ, বিয়ের অদেখা ছবি পোস্ট গায়িকার
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement