গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের জুরি পদ থেকে ইস্তফা দিলেন সুজয় ঘোষ !
Last Updated:
তথ্য-সম্প্রচার মন্ত্রক চায়নি গোয়ায় অনুষ্ঠিত ৪৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হোক ‘এস দুর্গা’ ও ‘ন্যুড’ ছবি৷ আর এই ঘটনার প্রতিবাদ করতেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় পরিচালক সুজয় ঘোষ ৷
#মুম্বই: তথ্য-সম্প্রচার মন্ত্রক চায়নি গোয়ায় অনুষ্ঠিত ৪৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হোক ‘এস দুর্গা’ ও ‘ন্যুড’ ছবি৷ আর এই ঘটনার প্রতিবাদ করতেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় পরিচালক সুজয় ঘোষ ৷
গোয়ায় অনুষ্ঠিত ৪৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে ১৩ সদস্যের বাছাই করা দু’টি ছবিকে বাতিল করেছে তথ্যও সম্প্রচার মন্ত্রক। এই ১৩ সদস্যই ইন্ডিয়ান প্যানোরমা বিভাগের সদস্য। এই বিভাগেরই প্রধান হলেন পরিচালক সুজয় ঘোষ৷ তবে এই দুই ছবিকে বাতিল করায় তিনি সরে দাঁড়িয়েছেন তাঁর পদ থেকে। হঠাৎ এরকম সিদ্ধান্ত কেন নিলেন, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি সুজয় ৷ তিনি জানিয়েছেন, তাঁর প্রতিবাদের ভাষা, ইস্তফা পত্রই !
advertisement
৯ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রক এ বছরের ৪৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ‘ফিচার’ ও ‘নন-ফিচার’ বিভাগে নির্বাচিত ছবির তালিকা প্রকাশ করেছে। । তালিকা প্রকাশের পরই প্যানেলের বেশ কয়েকজন জুরি সদস্য আপত্তি তুলেছিলেন। পরিচালক সনল শশীধরনের মালয়ালাম ছবি ‘এস দুর্গা’ এবং রবি যাদবের মরাঠি ছবি ‘ন্যুড’ বাদ পড়েছে তালিকা থেকে। জুরি সদস্যদের অভিযোগ, এই বাদ দেওয়া নিয়ে কারও সঙ্গেই কোনও আলোচনা করা হয়নি। এমনকী এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্যও করেনি মন্ত্রক। গোয়ায় এই ফেস্টিভ্যাল হবে আগামী ২০ থেকে ২৮ নভেম্বর ৷
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2017 2:19 PM IST