অবসর চাইছেন বিগ বি!

Last Updated:

গুঞ্জন নয় ৷ একথা খোদ নিজেই জানিয়েছেন বিগ বি ৷ কলকাতার পাঁচতারা হোটেলর ঘরে বসে, জালনার বাইরে চোখ রেখে, তিলোতমাকে স্বাক্ষী রেখে, সিনেমা থেকে অবসর চাইছেন অমিতাভ বচ্চন ! বলিউডের শহেনশাহের মুখে এরকম কথা শুনে হতবাক হবেন সকলেই ৷

#কলকাতা: গুঞ্জন নয় ৷ একথা খোদ নিজেই জানিয়েছেন বিগ বি ৷ কলকাতার পাঁচতারা হোটেলর ঘরে বসে, জালনার বাইরে চোখ রেখে, তিলোতমাকে স্বাক্ষী রেখে, সিনেমা থেকে অবসর চাইছেন অমিতাভ বচ্চন ! বলিউডের শহেনশাহের মুখে এরকম কথা শুনে হতবাক হবেন সকলেই ৷ কারণ বলিউডের পর্দায় এখনও তাঁর আগমণে ঝড় ওঠে বক্স অফিসে ৷ এখনও তাঁর মুখের এক সংলাপে গমগমে প্রেক্ষাগৃহ ! সেই বিগ বি-র মুখে হঠাৎ একথা কেন? কথা নয়, নিজের অবসর চিন্তকে লেখিণতে বাঁধলেন তিনি ৷ কুয়াশা মাখা কলকাতার আকাশে চোখ রেখে, নিজের ব্লগে লিখলেন অমিতাভ !
‘ওষুধের নেশায় শরীরের কোনা কোনা আচ্ছন্ন ৷ নিশব্দে গোটা শরীরে ধীরে ধীরে সেই নেশার যাওয়া-আসা ৷ বুঝতে পারছি, ওষুধ রোগকে বিনাশ করতে নয়, কিছুটা সময় রোগ থেকে দূরে রাখতে চায় আমাকে ৷ নেশা কাটলেই, ফের ব্যথা, ফের রোজকার অভ্যাস...’ এরপরই বিগ বি লিখলেন নিজের ছন্দে, ‘ আমি এমন এক, এমনই এক, একদমই এক অবস্থায় আছি যেখানে চারিদিকে কেমন একটা ধোঁয়াশা ৷ মনে হয় জীবনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি ৷ তাই আমার মনে এবার থামতে হবে ৷ অবসর নিতে হবে সবকিছু থেকে !’
advertisement
ডিসেম্বর মাসের শুরু থেকেই কলকাতায় ‘তিন’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অমিতাভ বচ্চন ৷ কখনও রেড রোডে, কখনও ক্যাথিড্রাল চার্চে, কখনও রাইটার্স বিল্ডিং ও লালবাজারের আশেপাশে সবুজ স্কুটারে শ্যুটিং করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ সব মিলিয়ে এখনও তিনি যেন সেই ‘অ্যাংরি ইয়ং ম্যান’ ৷ কাচা-পাকা দাড়িতে গোটা বলিউডকে তিনি যেন বার বার চ্যালেঞ্জ ছুঁড়ছেন ‘বুডঢা হোগা তেরা বাপ’ বলে ৷ সেই বিন্দাস শহেনশাহ ছাড়তে চাইছেন তাঁর এতদিনের গদিকে ! হঠাৎই এই সিদ্ধান্তে স্বভাবতই হতবাক তাঁর অনুরাগীরা ৷ ব্লগে তাই অনুরাগীদের নিরাশ না করে, বিগ বি লিখলেন, ‘আমি আছি, আমি থাকব, তবে অন্যভাবে !’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অবসর চাইছেন বিগ বি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement