• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • নিজের ছবির রিলিজ ভারতে হোক, তা চাইছেন না সানি লিয়ন!

নিজের ছবির রিলিজ ভারতে হোক, তা চাইছেন না সানি লিয়ন!

ছবি: CNN-News18

ছবি: CNN-News18

বলিউডে জমি পাওয়ার জন্য প্রথম থেকেই লড়ে যাচ্ছেন সানি লিয়ন৷ তবুও নিজের গা থেকে পর্নস্টার ট্যাগ যাচ্ছেই না সানি লিয়নের গা

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #মুম্বই: বলিউডে জমি পাওয়ার জন্য প্রথম থেকেই লড়ে যাচ্ছেন সানি লিয়ন৷ তবুও নিজের গা থেকে পর্নস্টার ট্যাগ যাচ্ছেই না সানি লিয়নের গা থেকে ৷ তাই হয়তো এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন সানি লিয়ন ৷ সানি চান তাঁকে নিয়ে তৈরি হওয়া তথ্যচিত্র যেন মুক্তি না পায় ভারতে !

  পরিচালক দিলীপ মেহতা, সানির জীবনী নিয়ে তৈরি করে ফেলেছেন একটি তথ্যচিত্র ৷ নাম ‘মোস্টলি সানি’ ৷ আর এই তথ্যচিত্রেই ফুটে উঠবে সানির জীবনের নানা অজানা কথা ৷ সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সানি লিয়ন জানালেন, ‘আমার জীবন নিয়ে তথ্য ভারতে মুক্তি না পাওয়াই ভালো ৷ কারণ এই তথ্যচিত্র মোটেই আমার বানানো নয় ৷ অন্য কারোর চোখ দিয়ে দেখা ৷ আমার মনে হয় নিজের জীবনকে নিজের চোখ দিয়েই দেখা ভালো ৷ তাহলে জীবনকে সঠিকভাবে দেখা হয় ৷ এই তথ্যচিত্র অন্য কারও চোখ দিয়ে আমার জীবনকে দেখা ৷ যেটা সঠিক নয় ৷ ’

  দিলীপ মেহতার এই তথ্যচিত্র দেখানো হয়েছে, টোরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ৷ তবে সানির কথায়, ‘এই তথ্যচিত্রে এমন অনেক কিছু রয়েছে, যা আমার জীবনের সঙ্গে জড়িত নয় ৷ তাই আমি চাই না, সেগুলো আমার পরিবারের মানুষের চোখে পড়ুক ৷ সোজা কথায়, এই তথ্যচিত্রে যা দেখানো হয়েছে, তা আমার জীবনের গল্প নয় ৷ ’

  (With Input from PTI)

  First published: