বুদ্ধিমান অভিনেতা হিসেবেই ‘জব উই মেট’-এ আসিফকে কাস্ট করেছিলাম: ইমতিয়াজ আলি

Last Updated:

ইমতিয়াজ আলি বলেন, ‘‘জব উই মেটের পরে আমরা আর কখনও একসঙ্গে কাজ না করলেও আসিফের অনেক ছবি আমি দেখেছি ৷ সিনেমায় ওঁর অভিনয় মিস করব ৷ ’’

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যের কিনারা এখনও হয় নি ৷ তার মধ্যেই ফের এক বলিউডের অভিনেতার আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে বৃহস্পতিবার ৷ নিজের পোষ্য কুকুরের গলার বেল্ট দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন অভিনেতা আসিফ বসরা ৷ এমনটাই জানিয়েছে পুলিশ ৷ হিমাচল প্রদেশের ধরমশালায় একটি গেস্ট হাউসে বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ৷ প্রাথমিক তদন্তে পুলিশে দাবি, এটা খুন নয়, আত্মহত্যারই ঘটনা ৷ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে ৷ আসিফ বহুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে ৷
প্রয়াত অভিনেতার স্মরণে পরিচালক ইমতিয়াজ আলি বলেছেন, অত্যন্ত বুদ্ধিমান একজন অভিনেতা ছিলেন আসিফ ৷ সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে ইমতিয়াজ বলেন, "আমার কাছে আসিফ একটি বিশেষ সিনেমার একটি বিশেষ অংশ। তিনি ছিলেন দুর্দান্ত অভিনেতা। ওঁর মৃত্যুর খবরটি খুবই দুঃখজনক।"
ইমতিয়াজের ‘জব উই মেট’ ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আসিফ ৷ প্রয়াত অভিনেতার সম্পর্কে পরিচালক জানান, ‘‘ আমার মনে পড়ে জব উই মেট ছবি বানানোর দিনগুলি ৷ যখন আমি একজন বুদ্ধিমান অভিনেতাকে চাইছিলাম ওই চরিত্রে অভিনয় করাতে ৷ একইসঙ্গে হাসির এবং সিরিয়াস রোলে অভিনয় করার যোগ্য অভিনেতার প্রয়োজন ছিল ৷ ছবিতে আসিফের চরিত্রটাই এমন ছিল, যার জন্য একজন স্পেশাল অভিনেতার প্রয়োজন ছিল ৷ ’’
advertisement
advertisement
ইমতিয়াজ এদিন আরও বলেন, ‘‘ মুম্বইয়ের বিভিন্ন থিয়েটারে অভিনয় করার সময় থেকেই আসিফকে আমি চিনতাম ৷ জব উই মেটের পরে আমরা আর কখনও একসঙ্গে কাজ না করলেও আসিফের অনেক ছবি আমি দেখেছি ৷ সিনেমায় ওঁর অভিনয় মিস করব ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বুদ্ধিমান অভিনেতা হিসেবেই ‘জব উই মেট’-এ আসিফকে কাস্ট করেছিলাম: ইমতিয়াজ আলি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement