আশুতোষের হাত ধরে ‘মহেঞ্জোদারো’তে হৃত্বিক ! দেখুন ট্রেলার
Last Updated:
ফের হৃত্বিক ৷ ফের আশুতোষ গোয়াড়িকর ৷ তবে এবার আকবর-যোধার প্রেমগাঁথা নয়, বরং ইতিহাসের পাতা থেকে তুলে আনা এক না বলা গল্পই বলতে চলেছেন আশুতোষ ৷
#মুম্বই: ফের হৃত্বিক ৷ ফের আশুতোষ গোয়াড়িকর ৷ তবে এবার আকবর-যোধার প্রেমগাঁথা নয়, বরং ইতিহাসের পাতা থেকে তুলে আনা এক না বলা গল্পই বলতে চলেছেন আশুতোষ ৷ ছবির নাম ‘মহেঞ্জোদারো’ ! সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার ৷ আর ট্রেলার প্রকাশ পেতেই লাইকের পর লাইক ৷ ট্রেলার দেখেই সিনেপ্রেমীদের উচ্ছ্বাস ৷ সেলুলয়েডে এ যেন ম্যাগনামওপাস ! তা আশুতোষের ‘মহেঞ্জোদারো’ কি আদপে সিন্ধু সভ্যতার গল্প বলবে?
ছবির ট্রেলার প্রকাশ পেতেই, পরিচালক আশুতোষ কিন্তু ঝেড়ে কেসেছেন ৷ আশুতোষের কথায়, এই ছবি মোটেই সিন্ধু সভ্যতার গল্পা বলবে না ৷ সময়কালটাই ইতিহাস থেকে রেফারেন্স নেওয়া হয়েছে মাত্র ৷ আর পুরোটাই আশুতোষের নিজের মগজের কল্পনা !
ট্রেলার দেখে মোটামুটি যা বোঝা যাচ্ছে ৷ তা হল আশুতোষের এই ‘মহেঞ্জোদারো’ বলিউডের অন্যান্য ছবির নিয়মনীতি মেনেই তৈরি হয়েছে ৷ ভালোবাসা, প্রেম, বিদ্রোহ, সংঘাতের গল্পই যে বলবে ‘মহেঞ্জোদারো’ তা ট্রেলারে বোঝাই যাচ্ছে ৷ তা হলে নতুন কি কিছুই দেবে না ‘মহেঞ্জোদারো’ ? আশুতোষ জানিয়েছেন, এ যাবৎ বলিউডে এত বড় মাপের সেটে ছবি হয়নি ৷ এমনকী, ছবিতে নাকি রয়েছে একটি যুদ্ধের দৃশ্যও ৷ যা আগে কখনও দেখেনি বলিউড ৷
advertisement
advertisement
আশুতোষের ‘মহেঞ্জোদারো’তে রয়েছেন হৃত্বিক রোশন, কবীর বেদী, পূজা হেগড়ে ৷ সঙ্গীত দিয়েছেন এ আর রহমান ৷ দেখুন ট্রেলার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2016 3:56 PM IST