আশুতোষের হাত ধরে ‘মহেঞ্জোদারো’তে হৃত্বিক ! দেখুন ট্রেলার

Last Updated:

ফের হৃত্বিক ৷ ফের আশুতোষ গোয়াড়িকর ৷ তবে এবার আকবর-যোধার প্রেমগাঁথা নয়, বরং ইতিহাসের পাতা থেকে তুলে আনা এক না বলা গল্পই বলতে চলেছেন আশুতোষ ৷

#মুম্বই: ফের হৃত্বিক ৷ ফের আশুতোষ গোয়াড়িকর ৷ তবে এবার আকবর-যোধার প্রেমগাঁথা নয়, বরং ইতিহাসের পাতা থেকে তুলে আনা এক না বলা গল্পই বলতে চলেছেন আশুতোষ ৷ ছবির নাম ‘মহেঞ্জোদারো’ ! সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার ৷ আর ট্রেলার প্রকাশ পেতেই লাইকের পর লাইক ৷ ট্রেলার দেখেই সিনেপ্রেমীদের উচ্ছ্বাস ৷ সেলুলয়েডে এ যেন ম্যাগনামওপাস ! তা আশুতোষের ‘মহেঞ্জোদারো’ কি আদপে সিন্ধু সভ্যতার গল্প বলবে?
ছবির ট্রেলার প্রকাশ পেতেই, পরিচালক আশুতোষ কিন্তু ঝেড়ে কেসেছেন ৷ আশুতোষের কথায়, এই ছবি মোটেই সিন্ধু সভ্যতার গল্পা বলবে না ৷ সময়কালটাই ইতিহাস থেকে রেফারেন্স নেওয়া হয়েছে মাত্র ৷ আর পুরোটাই আশুতোষের নিজের মগজের কল্পনা !
ট্রেলার দেখে মোটামুটি যা বোঝা যাচ্ছে ৷ তা হল আশুতোষের এই ‘মহেঞ্জোদারো’ বলিউডের অন্যান্য ছবির নিয়মনীতি মেনেই তৈরি হয়েছে ৷ ভালোবাসা, প্রেম, বিদ্রোহ, সংঘাতের গল্পই যে বলবে ‘মহেঞ্জোদারো’ তা ট্রেলারে বোঝাই যাচ্ছে ৷ তা হলে নতুন কি কিছুই দেবে না ‘মহেঞ্জোদারো’ ? আশুতোষ জানিয়েছেন, এ যাবৎ বলিউডে এত বড় মাপের সেটে ছবি হয়নি ৷ এমনকী, ছবিতে নাকি রয়েছে একটি যুদ্ধের দৃশ্যও ৷ যা আগে কখনও দেখেনি বলিউড ৷
advertisement
advertisement
আশুতোষের ‘মহেঞ্জোদারো’তে রয়েছেন হৃত্বিক রোশন, কবীর বেদী, পূজা হেগড়ে ৷ সঙ্গীত দিয়েছেন এ আর রহমান ৷ দেখুন ট্রেলার
বাংলা খবর/ খবর/বিনোদন/
আশুতোষের হাত ধরে ‘মহেঞ্জোদারো’তে হৃত্বিক ! দেখুন ট্রেলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement