দেবদাসের পর শাহরুখ এবার আলাউদ্দিন খিলজি !
Last Updated:
ফের খবরের শিরোনামে সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’ ৷ চিত্রনাট্য লেখার শুরু থেকেই বার বার খবরে ফিরে আসছে বনশালির ‘পদ্মবতী’ ৷
#মুম্বই: ফের খবরের শিরোনামে সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মাবতী’ ৷ চিত্রনাট্য লেখার শুরু থেকেই বার বার খবরে ফিরে আসছে বনশালির ‘পদ্মবতী’ ৷ ইতিহাসের পাতা থেকে পদ্মাবতী-আলাউদ্দিন খিলজির এই কাহিনীকে সিনেমার পর্দায় আনার জন্য নানা রকম বন্দোবস্ত করেই চলেছেন সঞ্জয় লীলা বনশালি ৷ কিন্তু প্রতিবারেই নানা রকম সমস্যার সম্মুক্ষীন হয়ে পড়ছেন বনশালি ৷ আর এবার খবরে এল হৃত্বিক রোশন নয়, রণবীর সিং নয়, ‘পদ্মাবতী’ ছবিতে আলাউদ্দিন খিলজি-র চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে !
বনশালির ‘পদ্মাবতী’ নিয়ে জটিলতা যেন বেড়েই চলেছে ৷ অবশ্য এই জটিলতা প্রথমে শুরু করে ছিলেন বনশালির প্রিয় পাত্রী দীপিকা পাড়ুকোন৷ বক্স অফিসে বনশালির ‘বাজিরাও মস্তানি’ সুপারহিট ৷ আর তার ফলেই আরও অঁটুট হয়েছে দীপিকা-বনশালির সম্পর্ক ৷ তাই হয়তো দীপিকার আবদার ফেলতে পারেন না সঞ্জয় ৷
এই যেমন ‘পদ্মবতী’ ছবিতে প্রথমে ঠিক ছিল রণবীর সিংকেই দীপিকার বিপরীতে কাস্ট করবেন বনশালি ৷ সেই অনুযায়ী চিত্রনাট্য লেখাও চলছিল ৷ কিন্তু হঠাৎই গল্পতে নতুন মোড় ৷ বলিউড গুঞ্জনে শোনা গেল, ‘বাজিরাও মস্তানি’র জুটিকে ফেরাতে চাইছেন না বনশালি ৷ তাই প্রথমে হৃত্বিক রোশনেকই কাস্ট করার ভেবেছিলেন বনশালি ৷
advertisement
advertisement
গুঞ্জনে রয়েছে এমনও, দীপিকার কথাতেই নাকি ‘পদ্মাবতী’ থেকে বাদ পড়লেন হৃত্বিক ৷ আর তার পরিবর্তে বনশালির ছবিতে আসতে চলেছেন শাহরুখ খান ৷
‘দেবদাস’ ছবির পর বনশালির ছবিতে ফের দেখা যাবে শাহরুখ খানকে ৷ তবে এখনও পর্যন্ত নাকি শাহরুখের তরফ থেকে কোনও রকম গ্রিন সিগনাল পাননি সঞ্জয় ৷ এমনকী, ছবিতে দীপিকার স্বামীর চরিত্রে কে কাজ করবে সেটাও ঠিক হয়নি ৷ য
advertisement
শাহরুখ আপাতত ব্যস্ত, ইমতিয়াজ আলি-র ছবির শ্যুটিংয়ে ৷ এই ছবিতে শাহরুখ জুটি বাঁধছেন অনুষ্কা শর্মার সঙ্গে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2016 1:37 PM IST