দেবদাসের পর শাহরুখ এবার আলাউদ্দিন খিলজি !

Last Updated:

ফের খবরের শিরোনামে সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মবতী’ ৷ চিত্রনাট্য লেখার শুরু থেকেই বার বার খবরে ফিরে আসছে বনশালির ‘পদ্মবতী’ ৷

#মুম্বই: ফের খবরের শিরোনামে সঞ্জয়লীলা বনশালির নতুন ছবি ‘পদ্মাবতী’ ৷ চিত্রনাট্য লেখার শুরু থেকেই বার বার খবরে ফিরে আসছে বনশালির ‘পদ্মবতী’ ৷ ইতিহাসের পাতা থেকে পদ্মাবতী-আলাউদ্দিন খিলজির এই কাহিনীকে সিনেমার পর্দায় আনার জন্য নানা রকম বন্দোবস্ত করেই চলেছেন সঞ্জয় লীলা বনশালি ৷ কিন্তু প্রতিবারেই নানা রকম সমস্যার সম্মুক্ষীন হয়ে পড়ছেন বনশালি ৷ আর এবার খবরে এল হৃত্বিক রোশন নয়, রণবীর সিং নয়, ‘পদ্মাবতী’ ছবিতে আলাউদ্দিন খিলজি-র চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে !
বনশালির ‘পদ্মাবতী’ নিয়ে জটিলতা যেন বেড়েই চলেছে ৷ অবশ্য এই জটিলতা প্রথমে শুরু করে ছিলেন বনশালির প্রিয় পাত্রী দীপিকা পাড়ুকোন৷ বক্স অফিসে বনশালির ‘বাজিরাও মস্তানি’ সুপারহিট ৷ আর তার ফলেই আরও অঁটুট হয়েছে দীপিকা-বনশালির সম্পর্ক ৷ তাই হয়তো দীপিকার আবদার ফেলতে পারেন না সঞ্জয় ৷
এই যেমন ‘পদ্মবতী’ ছবিতে প্রথমে ঠিক ছিল রণবীর সিংকেই দীপিকার বিপরীতে কাস্ট করবেন বনশালি ৷ সেই অনুযায়ী চিত্রনাট্য লেখাও চলছিল ৷ কিন্তু হঠাৎই গল্পতে নতুন মোড় ৷ বলিউড গুঞ্জনে শোনা গেল, ‘বাজিরাও মস্তানি’র জুটিকে ফেরাতে চাইছেন না বনশালি ৷ তাই প্রথমে হৃত্বিক রোশনেকই কাস্ট করার ভেবেছিলেন বনশালি ৷
advertisement
advertisement
গুঞ্জনে রয়েছে এমনও, দীপিকার কথাতেই নাকি ‘পদ্মাবতী’ থেকে বাদ পড়লেন হৃত্বিক ৷ আর তার পরিবর্তে বনশালির ছবিতে আসতে চলেছেন শাহরুখ খান ৷
‘দেবদাস’ ছবির পর বনশালির ছবিতে ফের দেখা যাবে শাহরুখ খানকে ৷ তবে এখনও পর্যন্ত নাকি শাহরুখের তরফ থেকে কোনও রকম গ্রিন সিগনাল পাননি সঞ্জয় ৷ এমনকী, ছবিতে দীপিকার স্বামীর চরিত্রে কে কাজ করবে সেটাও ঠিক হয়নি ৷ য
advertisement
শাহরুখ আপাতত ব্যস্ত, ইমতিয়াজ আলি-র ছবির শ্যুটিংয়ে ৷ এই ছবিতে শাহরুখ জুটি বাঁধছেন অনুষ্কা শর্মার সঙ্গে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দেবদাসের পর শাহরুখ এবার আলাউদ্দিন খিলজি !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement