হৃত্বিককে সরিয়ে বাজারে অক্ষয়!

Last Updated:

একজন আসছেন, একজন যাচ্ছেন ৷ ছবি নিয়ে বলিউডে একথা নতুন নয়৷ ছবিতে রোল পাওয়া নিয়ে টক্করটা যত লাগে, ততই ছবির প্রোমোশন, আর ছবির বাজারের পক্ষে মঙ্গলজনক! খবরটাও তাই এল ‘বাজার’ থেকেই ৷ এই গপ্পের নায়ক হৃত্বিক রোশন ও অক্ষয়কুমারকে নিয়ে ৷

#মুম্বই: একজন আসছেন, একজন যাচ্ছেন ৷ ছবি নিয়ে বলিউডে একথা নতুন নয়৷ ছবিতে রোল পাওয়া নিয়ে টক্করটা যত লাগে, ততই ছবির প্রোমোশন, আর ছবির বাজারের পক্ষে মঙ্গলজনক! খবরটাও তাই এল ‘বাজার’ থেকেই ৷ এই গপ্পের নায়ক হৃত্বিক রোশন ও অক্ষয়কুমারকে নিয়ে ৷ পরিচালক নিখিল আদবানীর নতুন ছবি ‘বাজার’-এ অভিনয় পাওয়ার জন্যই দুই নায়কের বচসা৷ বলিউডের কানাঘুষোতে শোনা গিয়েছে, নিখিলের এই ছবিতে অভিনয় করার জন্যই নাকি বিতর্কে জড়িয়েছেন অক্ষয়-হৃত্বিক৷ তবে পরিচালক নিখিল পুরো ব্যাপারটিকেই গুজবের নাম দিয়েছেন৷ নিখিল জানিয়েছেন, ‘বাজার ছবির চিত্রনাট্য লেখার পর প্রথমেই হৃত্বিককে পড়িয়েছিলাম ৷ হৃত্বিক প্রশংসাও করেছিল ৷ কিন্তু মহেঞ্জারো ছবির শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য হৃত্বিক না করে দেন ৷ তারপরই অক্ষয়কুমারকে চিত্রনাট্য পড়ার করা কথা বলি ৷ অক্ষয় ছবিতে অভিনয় করার জন্য সবুজ সংকেত দিয়েছেন ৷ ’
তবে বলিউড পাড়া নিখিলের কথাকে খুব একটা পাত্তা দিচ্ছেন না ৷ অনেকের মতে, পারিশ্রমিকের জন্যই নাকি হৃত্বিক সরে এসেছেন ছবি থেকে ৷ অন্যদিকে হৃত্বিকের থেকে বেশি পারিশ্রমিকেই নাকি রাজি হয়েছেন অক্ষয়৷ নিন্দুকেরা বলছেন, সবই আসলে বাজার দর ৷ যা আপাতত, হৃত্বিকের অনেকটাই কম, অক্ষয়ের তুলনায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হৃত্বিককে সরিয়ে বাজারে অক্ষয়!
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement