Arijit Singh's Birthday: অরিজিৎ সিংয়ের জন্মদিনে হইহই দেশজুড়ে, এদিকে নিজে জিয়াগঞ্জে নিরিবিলিতে... একী করলেন বলি গায়ক!
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Arijit Singh's Birthday: মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকাণ্ড করে মানুষের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। অরিজিৎ সিংয়ের ডাক নাম সুমু।
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ সিং। আজকের দিনে ১৯৮৭ সালে জন্ম গ্রহণ করেছিলেন বলিউড গায়ক। তবে জন্মদিন তিনি ঘটা করে পালন করেন না। বরাবরই প্রচারের অন্তরালে থাকতে ভালোবাসেন অরিজিৎ। তাই ফ্যানেদের মন খারাপ হলেও দাদার জন্মদিন তাঁরা এভাবেই মেনে নিয়েছেন। করেন না কোনও আয়োজন। এদিন সকালে তাঁর বাড়ির সামনে ছিল না কোনও ভিড়। কাটা হয়নি কেক।
মুর্শিদাবাদ জেলাতে একাধিক কর্মকাণ্ড করে মানুষের পাশে দাঁড়িয়েছেন অরিজিৎ। অরিজিৎ সিংয়ের ডাক নাম সুমু। তিনি ২০০৫ সালে ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের প্রতিভা খোঁজার অনুষ্ঠান ‘ফেম গুরুকুল’-এর প্রতিযোগী ছিলেন। অরিজিৎ হিন্দির পাশাপাশি বাংলা গানের জগতেও সমান জনপ্রিয়। টলিউড বাংলা ছবিতে তাঁর গাওয়া অসংখ্য হিট গান রয়েছে। সঙ্গীত প্রোগ্রামার হিসেবে সঙ্গীত-জগতে তিনি তাঁর যাত্রা শুরু করেন।
advertisement
advertisement
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে তাঁর বড় হয়ে ওঠা। রাজা বিজয় সিং স্কুলে কেটেছে তার ছোট বেলা। বর্তমানে তিনি এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরিজিৎ সিং।ইতি মধ্যেই তৈরি করছেন খেলার মাঠ। সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরেই অযত্নে পড়েছিল খেলার মাঠ। অরিজিৎ সিং-এর তত্ত্বাবধানে নতুন ভাবে গড়ে উঠছে এই মাঠ। সঙ্গীত জীবনের চর্চার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন প্রতিনিয়ত। সমাজ কল্যাণের ব্রত নিয়েই কার্যত নিজের খরচে বিভিন্ন জনহিতকর কাজেই নিয়োজিত রয়েছেন তিনি।
advertisement
কৌশিক অধিকারী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 25, 2024 5:41 PM IST







