রণবীরের নগ্ন ছবি তুলতে গিয়ে ধরা পড়ল ফ্যান, তারপর যা ঘটল...
Last Updated:
জিমে ব্যস্ত ছিলেন রণবীর সিং ৷ কসরৎ সেরে, বাথরমে গেলেন ফ্রেশ হতে ৷
#মুম্বই: জিমে ব্যস্ত ছিলেন রণবীর সিং ৷ কসরৎ সেরে, বাথরমে গেলেন ফ্রেশ হতে ৷ শুধুমাত্র টাওয়াল পরে বাথরুম থেকে বেরিয়ে যেই না ট্রায়েল রুমে পোশাক বদলাতে গিয়ে রণবীর অর্ধনগ্ন ! ঠিক সেই সময়ই রণবীর সিং বুঝতে পারলেন, কেউ যেন তাঁকে ফলো করছেন ! ব্যস, যেই না মুখ ঘুরিয়ে পিছনে তাকানো, অমনি বিপত্তি ! রণবীরের এক ফ্যান নাকি গোটা ঘটনাকে মোবাইলে রেকর্ড করছিলেন৷
advertisement
সম্প্রতি সংবামাধ্যমকে ফ্যান মোমেন্ট বলতে গিয়ে রণবীর জানালেন, ‘আমি বুঝতেই পারছিলাম, কিছু একটা ঘটছে ৷ কিন্তু বোকা ফ্যানটি, পুরো রেকর্ডিংটা করছিল মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে৷ আর সেই আলোর কারণেই ধরে ফেলা ৷ না হলে আজ আমার এমএমএস বিখ্যাত হয়ে যেত !’
advertisement
রণবীর জানান, ‘আমি ফ্যানকে গিয়ে চটপট ধরে ফেলি ৷ হাত থেকে কেড়ে নিই ফোনটা ৷ নিজেই তাঁর ফোন থেকে সব ডিলিট করে দিই ! ফ্যানেরা মাঝে মধ্যে সত্যিই সীমাহীন হয়ে পড়ে !’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2018 2:12 PM IST