Raj Kundra Hotshots: ‘হটশটস’- রাজ কুন্দ্রার এই ওটিটি প্ল্যাটফর্মেই পর্ন ছবির রমরমা, কীভাবে চলত ব্যবসা ? জেনে নিন

Last Updated:

Hotshots App: পুলিশের হাতে এসেছে রাজ কুন্দ্রার পর্ন ছবি নিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটও ৷ পুলিশের সন্দেহ, ‘হটশটস’ বলে যে অ্যাপে পর্ন ছবি স্ট্রিমিং করা হতো, তারই হিসেবপত্র চলত ওই গ্রুপে।

মুম্বই: পর্ন ছবির ব্যবসা বেশ কয়েক বছর ধরেই মুম্বইতে রমরমিয়ে চলছিল ৷ আর তার অন্যতম মাথা ছিলেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা ৷ হটশটস (Hotshots App) অ্যাপের মাধ্যমে এই সব ছবিগুলি ছড়িয়ে পড়ত নেট দুনিয়ায় ৷ এই অ্যাপের সাবস্ক্রাইবার সংখ্যাও প্রচুর ৷ বেশ কয়েক বছর ধরেই রমরমিয়ে চলছিল ব্যবসা ৷ ‘ইরোটিকা’, ‘হট ওয়েব সিরিজ’-র নামে এই ছবিগুলি ছবিয়ে পড়েছে নেট দুনিয়ায় ৷ যেখানে অভিনেতা-অভিনেত্রীদের সংখ্যাও নেহাত কম নয় ৷ প্রচুর উঠতি মডেল-অভিনেত্রীরা এই ধরণের ওয়েব সিরিজে অভিনয় করেছেন ৷ সঙ্গে রয়েছে ‘অ্যাডাল্ট প্রাইভেট কন্টেন্ট’-এর বিভিন্ন অ্যাপও ৷ যেখানে মডেল-অভিনেত্রীরা নিজেদের অ্যাপে তাদের সাবস্ক্রাইবারদের সঙ্গে ‘প্রাইভেট চ্যাট’ করে থাকেন ৷ এমন অ্যাপের সংখ্যাও এখন যথেষ্ট ৷
পুলিশের হাতে এসেছে রাজ কুন্দ্রার পর্ন ছবি নিয়ে বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটও ৷ পুলিশের সন্দেহ, ‘হটশটস’ বলে যে অ্যাপে পর্ন ছবি স্ট্রিমিং করা হতো, তারই হিসেবপত্র চলত ওই গ্রুপে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল প্লে স্টোর থেকে এখন ‘হটশটস’ অ্যাপ তুলে নেওয়া হলেও এই অ্যাপের  অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ (APK) বিভিন্ন  ওয়েবসাইটে এখনও পাওয়া যাচ্ছে ৷ অ্যাপগুলিতে লেখা থাকে "HD videos & short movies with unmatched exposure" and promised "private content from hot photoshoots, short movies, and experience of the lifestyle of celebrities from all over the world." ৷ যার থেকেই বোঝা সম্ভব এই অ্যাপগুলি কম দিনেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল ৷ এ বছর ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ের মাড আইল্যান্ডের একটি বাংলোয় তল্লাশি চালিয়েছিল পুলিশ। পুলিশের কথায়, সেই বাংলো ভাড়া নেওয়া হয় যৌনপেশার খাতিরে। সেখান থেকে বেশ কয়েকজনকে পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Kundra Hotshots: ‘হটশটস’- রাজ কুন্দ্রার এই ওটিটি প্ল্যাটফর্মেই পর্ন ছবির রমরমা, কীভাবে চলত ব্যবসা ? জেনে নিন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement