‘‌ওদের জন্য মন কাঁদে’, পরিযায়ী শ্রমিকদের জন্য ১০টি বাস ব্যবস্থা করে কর্নাটকে পাঠালেন অভিনেতা সনু সুদ

Last Updated:

এই সংকটের সময়ে তিনি যা করেছেন, তা তাঁকে হিরোর মর্যাদাই দেবে

#‌মুম্বই:‌ ‌করোনা ভাইরাস সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউনের কারণেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে আছেন পরিযায়ী শ্রমিকেরা। কয়েকদিন আগেই বাড়ি ফেরার পথে ঘটে গিয়েছে মারাত্মক দুর্ঘটনা। একদল পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ট্রেনে চাকায় পিষ্ট হয়ে। আর পরিযায়ী শ্রমিকদের এই অবস্থা দেখে কষ্ট পেয়েছেন বলিউড অভিনেতা সনু সুদ।
তামাম ভারতের দর্শক হয়ত তাঁকে একাধিক ভিলেনের চরিত্রেই বেশি চেনেন। কিন্তু এই সংকটের সময়ে তিনি যা করেছেন, তা তাঁকে হিরোর মর্যাদাই দেবে। তিনি ১০টি আলাদা বাস আয়োজন করেছেন মুম্বইয়ে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য। তিনি বলেছেন, ‘‌আমি মনে করি যখন সারা পৃথিবী এক ভয়ঙ্কর লড়াই লড়ছে, তখন ভারতীয়দের উচিত তাঁদের পরিবার, পরিজনদের সঙ্গে থাকা। আমি মহারাষ্ট্র সরকারের থেকে লিখিত অনুমতি নিয়েছি। মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের সাহায্য পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। মহারাষ্ট্র সরকার আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছেন। আমি যখন দেখেছিলাম, রাস্তা দিয়ে পরিযায়ী শ্রমিকেরা সন্তানকে সঙ্গে নিয়ে হেঁটে চলেছেন, তখন আমার ভিতরে একটা নাড়া পড়ে গিয়েছিল। আমি আমার ক্ষমতা মতো অন্য রাজ্যগুলির জন্যও সমানভাবে কাজ করার চেষ্টা করব। কারণ ওঁদের জন্য আমার মন কাঁদে।’‌
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘‌ওদের জন্য মন কাঁদে’, পরিযায়ী শ্রমিকদের জন্য ১০টি বাস ব্যবস্থা করে কর্নাটকে পাঠালেন অভিনেতা সনু সুদ
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement