হলিউডে ফের একবার প্রিয়াঙ্কা ! 'Matrix 4'-এ লিড রোলে অভিনয় করবেন তিনি !

Last Updated:

২০১৫তে হলিউড টিভি সিরিজ 'কোয়ান্টিকো'তে কাজ করেন প্রিয়াঙ্কা। লিড রোলে অভিনয় করেন তিনি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল গোটা হলিউড।

#মুম্বই: প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তো বটেই। সেই সঙ্গে হলিউডেও কাজ করেছেন তিনি। হলিউডে শুধু কাজ করেননি, তাঁর কাজ প্রশংসিতও হয়েছে। হলিউডেও তাঁর জনপ্রিয়তা যথেষ্ট। এক ডাকেই ভারতের এই অভিনেত্রীকে চেনে সকলেই। ২০১৫তে হলিউড টিভি সিরিজ 'কোয়ান্টিকো'তে কাজ করেন প্রিয়াঙ্কা। লিড রোলে অভিনয় করেন তিনি। তাঁর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল গোটা হলিউড। এবার প্রিয়াঙ্কাকে দেখা যাবে হলিউডি ছবি 'ম্যাটরিক্স ৪'-এ। 'ম্যাটরিক্স'-এর প্রত্যেকটি ছবিই বেশ জনপ্রিয়। এবার এই ছবিতে লিড রোলে অভিনয় করবেন তিনি। ছবিটি মুক্তি পাবে ২০২২-এ। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে সব ফাইনাল হয়ে গিয়েছে।
এছাড়াও অ্যামাজন প্রাইমের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২ বছরের জন্য 'মাল্টি মিলিয়ন ফ্রাস্ট লুক টেলিভিশন' চুক্তিতে সই করেছেন তিনি। কোটি টাকার প্রজেক্ট এটি। এগুলো ছাড়াও প্রিয়াঙ্কা ও নিক একটি রিয়েলিটি ড্যান্স শোতেও কাজ করছিলেন। নাম 'সঙ্গীত'। বিয়ের সময় ভারতে যে মিউজিক বা গান ব্যবহৃত হয় মুলত তাঁর ওপর ছিল এই শো। অত এব প্রিয়াঙ্কার হাতে এখন একের পর এক হলিউডি কাজ। মিস ওর্য়াল্ড হয়েছিলেন ২০০০ সালে। তারপর বলিউডে পা। ২০ বছর বলিউডে কাজ হয়ে গিয়েছে তাঁর। বিয়ের পর সামান্য কমিয়েছিলেন কাজ। মেতেছিলেন নিকের ভালবাসায়। তবে করোনা আবহ কাটতে কাটতেই পিগি চপস আবার ফিরবেন স্বমহিমায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হলিউডে ফের একবার প্রিয়াঙ্কা ! 'Matrix 4'-এ লিড রোলে অভিনয় করবেন তিনি !
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement