Harry Potter: 'হ্যারি পটার' অভিনেত্রী আফশান আজাদের ফ্যানেদের জন্য সুখবর, কী জানালেন অভিনেত্রী?

Last Updated:

বন্ধুরা তাঁকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই খবর পেয়ে তারও জবাবে নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

#মুম্বই: 'হ্যারি পটার' (Harry Potter) ফিল্ম সিরিজে পদ্মা পাটিলের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী আফশান আজাদকে (Afshan Azad)। তাঁর ফ্যানেদের জন্য সুখবর, প্রথম বার সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। তাঁর স্বামী নাবিল কাজির সঙ্গে বেবি-বাম্প দেখিয়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আফশান। আগামী জুলাইতে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। আউটডোর লোকেশনে স্বামীপ সঙ্গে বেবি-বাম্পের ছবি শেয়ার করে নজর কেড়েছেন অভিনেত্রী।
ছবি শেয়ার করে আফশান লিখেছেন, 'সিক্রেটটা সবাইকে জানাচ্ছি- আমি মা হতে চলেছি! আল্লাকে ধন্যবাদ জানাই আমাদের এত বড় আশীর্বাদ দেওয়ার জন্য। বেবি কাজি এবছরের জুলাইতে আসছে। আমাদের দুজনের হৃদয়ই ভালোবাসা, উচ্ছ্বাস ও আতঙ্কে ভরপুর। আমাদের সবাই আশীর্বাদ করুন।' একটি ছাইরঙা পোশাকে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছেন। তাঁর সহ-অভিনেত্রী স্কারলেট হেফনার ও ইভানা লিঞ্চ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
বন্ধুরা তাঁকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই খবর পেয়ে তারও জবাবে নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'বেবি কাজিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।' ছবিগুলিতে আফশানের মুখের হাসিই বলে দিচ্ছে তাঁর মনের আনন্দের কথা।
আফশান আজাদকে প্রথম দেখা গিয়েছিল, ২০০৫-এ হ্যারি পটারের চতুর্থ সিরিজ হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার ছবিতে। এর পর হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফোয়েনিক্সে দেখা গিয়ছিল তাঁকে। পদ্মা পাটিলের বোনের চরিত্রে দেখা গিয়েছিল ব্রিটিশ অভিনেত্রী শেফালি চৌধুরীকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Harry Potter: 'হ্যারি পটার' অভিনেত্রী আফশান আজাদের ফ্যানেদের জন্য সুখবর, কী জানালেন অভিনেত্রী?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement