Harry Potter: 'হ্যারি পটার' অভিনেত্রী আফশান আজাদের ফ্যানেদের জন্য সুখবর, কী জানালেন অভিনেত্রী?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বন্ধুরা তাঁকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই খবর পেয়ে তারও জবাবে নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।
#মুম্বই: 'হ্যারি পটার' (Harry Potter) ফিল্ম সিরিজে পদ্মা পাটিলের চরিত্রে দেখা গিয়েছে অভিনেত্রী আফশান আজাদকে (Afshan Azad)। তাঁর ফ্যানেদের জন্য সুখবর, প্রথম বার সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। তাঁর স্বামী নাবিল কাজির সঙ্গে বেবি-বাম্প দেখিয়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আফশান। আগামী জুলাইতে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। আউটডোর লোকেশনে স্বামীপ সঙ্গে বেবি-বাম্পের ছবি শেয়ার করে নজর কেড়েছেন অভিনেত্রী।
ছবি শেয়ার করে আফশান লিখেছেন, 'সিক্রেটটা সবাইকে জানাচ্ছি- আমি মা হতে চলেছি! আল্লাকে ধন্যবাদ জানাই আমাদের এত বড় আশীর্বাদ দেওয়ার জন্য। বেবি কাজি এবছরের জুলাইতে আসছে। আমাদের দুজনের হৃদয়ই ভালোবাসা, উচ্ছ্বাস ও আতঙ্কে ভরপুর। আমাদের সবাই আশীর্বাদ করুন।' একটি ছাইরঙা পোশাকে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছেন। তাঁর সহ-অভিনেত্রী স্কারলেট হেফনার ও ইভানা লিঞ্চ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
বন্ধুরা তাঁকে এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই খবর পেয়ে তারও জবাবে নতুন ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'বেবি কাজিকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।' ছবিগুলিতে আফশানের মুখের হাসিই বলে দিচ্ছে তাঁর মনের আনন্দের কথা।
আফশান আজাদকে প্রথম দেখা গিয়েছিল, ২০০৫-এ হ্যারি পটারের চতুর্থ সিরিজ হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার ছবিতে। এর পর হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফোয়েনিক্সে দেখা গিয়ছিল তাঁকে। পদ্মা পাটিলের বোনের চরিত্রে দেখা গিয়েছিল ব্রিটিশ অভিনেত্রী শেফালি চৌধুরীকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2021 5:20 PM IST

