তেল আভিভে এনরিকের কনসার্ট, স্টেজ মাতালেন পপ তারকা

Last Updated:

বিশ্বের অন্যতম জনপ্রিয় পপস্টার তিনি। এনরিকে ইগলেসিয়াস। তেল আভিভের মঞ্চে তিনি এলেন, পারফর্ম করলেন এবং পঞ্চাশ হাজার দর্শককে নিজের সুরের জাদুতে হিপনোটাইজ করে রাখলেন।

#ইজরায়েল: বিশ্বের অন্যতম জনপ্রিয় পপস্টার তিনি। এনরিকে ইগলেসিয়াস। তেল আভিভের মঞ্চে তিনি এলেন, পারফর্ম করলেন এবং পঞ্চাশ হাজার দর্শককে নিজের সুরের জাদুতে হিপনোটাইজ করে রাখলেন।
তাঁর জন্য জীবন দিতে পারেন বিশ্বের বিভিন্ন প্রান্তের লক্ষ লক্ষ মহিলা। সেই এনরিকে ইগলেসিয়াস যখন ইজরায়েলে তেল আভিভের মঞ্চে লাইভ পারফর্ম করবেন, তখন দর্শকের উন্মাদনা স্বাভাবিকভাবেই ধরে রাখা মুশকিল।
এনরিকের জনপ্রিয়তাকে টেক্কা দিতে পারবেন এরকম পপস্টার খুঁজে বের করা কঠিন। দেশ বিদেশ ঘুরে পারফর্ম করার সময় স্ত্রী অ্যানা কৌরনিকোভা এবং যমজ সন্তানদের মিস করেন খুব। কিন্তু এই ফ্যানবেসই তাঁকে শক্তি জোগায়।
advertisement
advertisement
ইজরায়েলের বর্তমান প্রেক্ষাপটে অনেক শিল্পীই সেখানে শো করা বন্ধ করে দিয়েছেন। তবে এনরিকে এখানে এই নিয়ে চতুর্থবার পারফর্ম করলেন। তাঁর কাছে দেশ এবং রাজনীতির গণ্ডির অনেক উপরে তাঁর মিউজিক। সম্প্রতি মুক্তি পেয়েছে এই পপস্টারের নতুন মিউজিক ভিডিও মুভ টু মায়ামি। পিটবুলের সঙ্গে এনরিকের এই ভি়ডিও বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। সেই সাফল্যের রেশ ধরে রেখেই পরপর ইওরোপ, দক্ষিণ আমেরিকা, স্লোভেনিয়া ও ইজরায়েলে কনসার্টে পাওয়া গেল তাঁকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
তেল আভিভে এনরিকের কনসার্ট, স্টেজ মাতালেন পপ তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement