শোকের ছায়া সঙ্গীত জগতে ! অক্টোবরে ছিল শো ! তাঁর আগেই করোনা কেড়ে নিল জনপ্রিয় গায়কের প্রাণ !

Last Updated:

২৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন জন প্রিন।

#শিকাগো: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কান্ট্রি ফোক-এর গায়ক জন প্রিন। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এই গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে সঙ্গীত জগতে।
জন প্রিন জন প্রিন
২৬ মার্চ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন জন প্রিন। শন্যাসভিলের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু গায়ক হাসপাতাল থেকে নিজেই জানিয়েছিলেন তিনি ভাল আছেন। তারপর হঠাৎ বাড়ে শ্বাসকষ্ট। তাতেই মৃত্যু হয় তাঁর। প্রয়াত গায়কের স্ত্রী ফিওনা প্রিন সংবাদমাধ্যমকে এই খবর জানান।
advertisement
advertisement
১৯৭০ সালে জন প্রিনের লেখা গান মানুষকে উদ্বুদ্ধ করেছিল। বব ডিলান বলেছিলেন, জন প্রিন তাঁর প্রিয় গান রচয়িতাদের মধ্যে একজন। জন শিকাগো শহরে ১৯৪৬ সালে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর দাদার কাছে শিখেছিলেন গিটার। জন পাঁচ বছর পোস্ট ম্যানের কাজ করেছিলেন। সেই সময় লোকের বাড়িতে চিঠি পৌঁছে দিতে দিতে গান ভাবতেন তিনি। আর লিখে ফেলতেন। এ বছরের অক্টোবর মাসে জনের একটি গানের শো ছিল। টিকিট বিক্রি হওয়ার কথা ছিল সেপ্টেম্বর থেকে। কিন্তু সব শেষ হয়ে গেল করোনা থাবায়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শোকের ছায়া সঙ্গীত জগতে ! অক্টোবরে ছিল শো ! তাঁর আগেই করোনা কেড়ে নিল জনপ্রিয় গায়কের প্রাণ !
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement