#মুম্বই: আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের মেয়ে ক্যাথরিন শোয়ার্জনেগারকে (২৯) বিয়ে করলেন হলিউড অভিনেতা ক্রিস প্র্যাট (৩৯) ও । শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ক্রিস ও ক্যাথরিন সাদামাটাভাবে বিয়ে করতে চেয়েছিলেন। বিয়েতে তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষরা উপস্থিত ছিলেন। ক্রিস প্যাটকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এ অভিনয় করতে দেখা গিয়েছে ৷
এটি ক্রিস প্র্যাটের দ্বিতীয় এবং ক্যাথরিনের প্রথম বিয়ে। এর আগে 'জুরাসিক ওয়ার্ল্ড'খ্যাত তারকা ক্রিস প্র্যাট বিয়ে করেছিলেন অভিনেত্রী আনা ফারিসকে। আট বছর সংসার করার পর ২০১৭ সালের আগস্টে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। ওই সংসারে জ্যাক নামে ৬ বছরের একটি ছেলে আছে ক্রিস প্র্যাটের।
পেশায় লেখিকা ক্যাথরিন শোয়ার্জনেগার বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্ৎজেনেগারের বড় সন্তান।