শেষবার কবে স্নান করেছেন মনে নেই, গায়িকা অভিনেত্রীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কাজের চাপে স্নান করার সময় নেই তাঁর !
#লন্ডন: সাধারণত সেলিব্রিটি বা তারকারা নিজের কাজ নিজেদের কাজ নিয়েই বেশিরভাগ সময়ে ব্যস্ত থাকেন ৷ ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকেনা ৷ অনেকবারই এমন ঘটনা ঘটেছে বিশেষ বিশেষ কিছু কাজ সপ্তাহে একবারও করতে পারেন না ৷ এমন সময়ে শরীর ও মন ক্লান্ত হয়ে আসে তবে সেই ক্লান্তি প্রকাশের জো নেই ৷ শিল্পী মাত্রই এই পরিস্থিতির মধ্যে দিয়ে মাঝে মধ্যেই যেতে হয় ৷ সম্প্রতি সম্প্রতি সুপাস্টার গায়িকা ও সুন্দরী অভিনেত্রী লেডি গাগা জানিয়েছেন এমনই এক চাঞ্চল্যকর তথ্য যা জানলে শিউরে উঠবে গা ৷
তিনি ট্যুইটারে জানিয়েছেন তাঁর মনে নেই শেষ কবে স্নান করেছেন তিনি ৷ তাঁর এই তথ্যতে হয়রান হয়েছেন তামাম ভক্ত মহল ৷ এই নিয়েই চলছে ঘণ্টর পর ঘণ্টা চর্চা ৷ লেডি গাগা জানিয়েছেন তাঁর আপ্ত সহায়ক তাঁর কাছে জানতে চেয়েছেন শেষবার তিনি কবে স্নান করেছেন ৷ উত্তরে লেডি গাগা জানিয়েছেন তাঁর মনে নেই শেষবার কবে স্নান কবে করেছেন ৷ তাঁর এই বক্তব্যে অনেকেই বিভিন্ন রকমের মতামত দিয়েছেন কেউ কেউ আবার মজা বলেছেন তাঁর সম্প্রতি ষষ্ঠ গানের অ্যালবাম মুক্তি পেয়েছে গানেই সেই অ্যালবাম পরিষ্কার করতে করতেই তিনি কোনও সময়ই পাননি ৷
advertisement
advertisement
কাজে এতটাই ব্যস্ত যে নিজের নাওয়া খাওয়াও ভুলে গিয়েছেন ৷ নিজের জন্য সময় আর বের করতে পারেন নি ৷ লেডি গাগা বেশিরভাগ নিজের বোল্ড লুকের জন্যই পরিচিত ৷ শুধুই অভিনেত্রী নন লেডি গাগা ৷ একাধারে গায়িকা, সুরকারও বটে ৷ তাঁর ছবি আ স্টার ইজ বর্নে অভিনয়ের জন্য বিশেষ ভাবে প্রশংসা পেয়েছেন ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2019 12:51 PM IST