corona virus btn
corona virus btn
Loading

অভিনেত্রীর পোশাক এতই ছোট, যে ক্যামেরার সামনে কাগজ দিয়ে ঢাকতে বাধ্য হলেন সঞ্চালক !

অভিনেত্রীর পোশাক এতই ছোট, যে ক্যামেরার সামনে কাগজ দিয়ে ঢাকতে বাধ্য হলেন সঞ্চালক !

অধিকাংশ মানুষের মুখে এখন একটাই কথা, এমন পোশাক পরে কী করে ইন্টারভিউ দেন এই অভিনেত্রী, যাতে তিনি নিজেই কমফর্টেবল নন !

  • Share this:

#নিউইয়র্ক: আমেরিকার মডেল-অভিনেত্রী সারা রোস ম্যাকড্যানিয়েল ৷ বিভিন্ন মিউজিক ভিডিও-র পাশাপাশি ‘প্লেবয়’ ম্যাগাজিনে তাঁর বিভিন্ন হট ফটোশ্যুট বরাবরই সুপারহিট ৷ ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় খুব অল্প সময়েই ৷ কিন্তু সে তো গেল ফটোশ্যুটের বিষয় ৷ যখন কোনও টিভি শো-তে ইন্টারভিউ দিতে বসতে হয়, তখন কোন পোশাক পরাটা ঠিক হবে, সেটা সেই ব্যক্তির নিজেরই সিদ্ধান্ত নেওয়া উচিৎ ৷ কিন্তু সম্প্রতি অভিনেত্রীর একটি ইন্টারভিউর ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে সারা ম্যাকড্যানিয়েল এমন এক পোশাক পরেছেন, যাতে তিনি নিজেই স্বচ্ছন্দ্য নন ৷

কথা বলার সময়, এমনকী সঞ্চালকের সঙ্গে সেলফি তোলার সময়েও অস্বস্তিতে পড়েছেন তিনি ৷ বারবার এমনটা ঘটতে দেখে মজার একটা কাণ্ড করে বসেন স্বয়ং শো-হোস্টই ৷ তিনি কাগজ দিয়ে অভিনেত্রীর বুক ঢেকে দেন ৷ যা নিয়ে স্বভাবতই হাসির রোল ওঠে ৷ বিষয়টি শো-তে মজার হলেও পরে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী ৷ অধিকাংশ মানুষের একটাই কথা, এমন পোশাক পরে কী করে ইন্টারভিউ দেন এই অভিনেত্রী, যাতে তিনি নিজেই কমফর্টেবল নন ! দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷

Published by: Siddhartha Sarkar
First published: January 14, 2020, 12:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर