অভিনেত্রীর পোশাক এতই ছোট, যে ক্যামেরার সামনে কাগজ দিয়ে ঢাকতে বাধ্য হলেন সঞ্চালক !

Last Updated:

অধিকাংশ মানুষের মুখে এখন একটাই কথা, এমন পোশাক পরে কী করে ইন্টারভিউ দেন এই অভিনেত্রী, যাতে তিনি নিজেই কমফর্টেবল নন !

#নিউইয়র্ক: আমেরিকার মডেল-অভিনেত্রী সারা রোস ম্যাকড্যানিয়েল ৷ বিভিন্ন মিউজিক ভিডিও-র পাশাপাশি ‘প্লেবয়’ ম্যাগাজিনে তাঁর বিভিন্ন হট ফটোশ্যুট বরাবরই সুপারহিট ৷ ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয় খুব অল্প সময়েই ৷ কিন্তু সে তো গেল ফটোশ্যুটের বিষয় ৷ যখন কোনও টিভি শো-তে ইন্টারভিউ দিতে বসতে হয়, তখন কোন পোশাক পরাটা ঠিক হবে, সেটা সেই ব্যক্তির নিজেরই সিদ্ধান্ত নেওয়া উচিৎ ৷ কিন্তু সম্প্রতি অভিনেত্রীর একটি ইন্টারভিউর ভিডিও ভাইরাল হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে সারা ম্যাকড্যানিয়েল এমন এক পোশাক পরেছেন, যাতে তিনি নিজেই স্বচ্ছন্দ্য নন ৷
কথা বলার সময়, এমনকী সঞ্চালকের সঙ্গে সেলফি তোলার সময়েও অস্বস্তিতে পড়েছেন তিনি ৷ বারবার এমনটা ঘটতে দেখে মজার একটা কাণ্ড করে বসেন স্বয়ং শো-হোস্টই ৷ তিনি কাগজ দিয়ে অভিনেত্রীর বুক ঢেকে দেন ৷ যা নিয়ে স্বভাবতই হাসির রোল ওঠে ৷ বিষয়টি শো-তে মজার হলেও পরে সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী ৷ অধিকাংশ মানুষের একটাই কথা, এমন পোশাক পরে কী করে ইন্টারভিউ দেন এই অভিনেত্রী, যাতে তিনি নিজেই কমফর্টেবল নন ! দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেত্রীর পোশাক এতই ছোট, যে ক্যামেরার সামনে কাগজ দিয়ে ঢাকতে বাধ্য হলেন সঞ্চালক !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement