মহিলাদের নিজের গোলাম বানিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করতেন এই টেলিভিশন অভিনেত্রী

Last Updated:

মহিলাদের লোক দিয়ে আটকে দিতেন বাড়ির ভেতরেই খুফিয়া জায়গায়। খেতে দিতেন না। মারধর করতেন।

#ওয়াশিংটন: আমেরিকার টিভি জগতের জনপ্রিয় অভিনেত্রী এলিসন ম্যাক। বেশ কতগুলি সুপারহিট টিভি সিরিজে লিড চরিত্রে অভিনয় করেছেন তিনি। মিষ্টি দেখতে এলিসনের আসল রূপ সামনে এলে চমকে যেতে হয়। এলিসন তাঁর বাড়িতে মধুচক্র খুলেছিলেন। শুধু তাই নয় তিনি জোর করে মেয়েদের দেহ ব্যবসায় নামাতেন। তিনি মহিলাদের ভুলিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতেন। তারপর লোক দিয়ে আটকে দিতেন বাড়ির ভেতরেই খুফিয়া জায়গায়। খেতে দিতেন না। মারধর করতেন। যতক্ষণ না তারা দেহ ব্যবসায় নামতে রাজি হত ততক্ষণ তাদের ছাড়া হত না।
তবে এই ঘটনা সামনে আসে ২০১৮ সালে । তখন গ্রেফতার করা হয় ওই অভিনেত্রীকে। সম্প্রতি আমেরিকান কোট এই ঘটনার সাজা শুনিয়েছে। তাঁকে ২০ বছরের সাজা শোনানো হয়েছে। ওই অভিনেত্রী মহিলাদের নিজের গোলাম বানিয়ে রাখতে ভালবাসতেন। নিজেও যুক্ত ছিলেন দেহ ব্যবসায়।
Capturekkkkkkkk
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মহিলাদের নিজের গোলাম বানিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করতেন এই টেলিভিশন অভিনেত্রী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement