corona virus btn
corona virus btn
Loading

মহিলাদের নিজের গোলাম বানিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করতেন এই টেলিভিশন অভিনেত্রী

মহিলাদের নিজের গোলাম বানিয়ে দেহ ব্যবসা করতে বাধ্য করতেন এই টেলিভিশন অভিনেত্রী
photo source collected

মহিলাদের লোক দিয়ে আটকে দিতেন বাড়ির ভেতরেই খুফিয়া জায়গায়। খেতে দিতেন না। মারধর করতেন।

  • Share this:

#ওয়াশিংটন: আমেরিকার টিভি জগতের জনপ্রিয় অভিনেত্রী এলিসন ম্যাক। বেশ কতগুলি সুপারহিট টিভি সিরিজে লিড চরিত্রে অভিনয় করেছেন তিনি। মিষ্টি দেখতে এলিসনের আসল রূপ সামনে এলে চমকে যেতে হয়। এলিসন তাঁর বাড়িতে মধুচক্র খুলেছিলেন। শুধু তাই নয় তিনি জোর করে মেয়েদের দেহ ব্যবসায় নামাতেন। তিনি মহিলাদের ভুলিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতেন। তারপর লোক দিয়ে আটকে দিতেন বাড়ির ভেতরেই খুফিয়া জায়গায়। খেতে দিতেন না। মারধর করতেন। যতক্ষণ না তারা দেহ ব্যবসায় নামতে রাজি হত ততক্ষণ তাদের ছাড়া হত না।

তবে এই ঘটনা সামনে আসে ২০১৮ সালে । তখন গ্রেফতার করা হয় ওই অভিনেত্রীকে। সম্প্রতি আমেরিকান কোট এই ঘটনার সাজা শুনিয়েছে। তাঁকে ২০ বছরের সাজা শোনানো হয়েছে। ওই অভিনেত্রী মহিলাদের নিজের গোলাম বানিয়ে রাখতে ভালবাসতেন। নিজেও যুক্ত ছিলেন দেহ ব্যবসায়।

Capturekkkkkkkk

First published: September 11, 2019, 7:45 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर