অভিনেতা ও তার ভাইয়ের করোনার উপসর্গ, কিন্তু টেস্ট করতে দেওয়া হচ্ছে না! আতঙ্কে ভুগছেন তারা

Last Updated:

পরীক্ষা করে তা নিশ্চিত না হতে পারলেও, উপসর্গগুলি একেবারেই তেমন৷ কিন্তু পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, কারণ...

#কলকাতা: 'ভাইয়ের বান্ধবী বিদেশ থেকে কাজ সেরে ফিরেছে৷ তার সংস্পর্শে এসেই আমার ও ভাইয়ের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে৷ জ্বর, সর্দি, কাশির পাশাপাশি স্বাদ-গন্ধ পেতেও সমস্যা হচ্ছে৷ বান্ধবীরও এমন ছিল, এবং তারপর আমাদেরও একই অবস্থা৷ কিন্তু পরীক্ষা করাতে গেলেই জানানো হচ্ছে যে পরিস্থিতি এতটাও গুরুত্বর নয়, যে পরীক্ষা করাতেই হবে!' এতেই রীতিমত আতঙ্কিত অভিনেতা ও তার ভাই৷ তাই নিজেদের মতো করেই তারা হোম আইসোলেশনে রয়েছেন এবং জানাচ্ছেন যে এতেই সুস্থ হয়ে যাবেন তারা৷
অভিনেতা জাস্টিন লং এখন নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছেন৷ বাড়ির বাইরে আসছেন না তিনি৷ আসছেন না তার ভাইও৷ কারণ তারা দু’জনেই করোনায় আক্রান্ত৷ পরীক্ষা করে তা নিশ্চিত না হতে পারলেও, উপসর্গগুলি একেবারেই তেমন৷ কিন্তু পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, কারণ তিনি জানাচ্ছেন যে যাদের অবস্থা খুব সঙ্কটজনক, বা যাদের বয়স বেশি, তাদেরই একমাত্র পরীক্ষা করা হচ্ছে৷ অভিনেতা ও তার ভাইকে জানানো হয়েছে যে তারা দু’জনের ঝুঁকি কম রয়েছে৷ তাই তাদের করোনার পরীক্ষার প্রয়োজন নেই৷ আপাতত আইসোলেশনে থাকলেই চলবে৷
advertisement
অভিনেতা যিনি আপাতত হোম আইসোলেশনে... অভিনেতা যিনি আপাতত হোম আইসোলেশনে...
advertisement
সেই মোতাবিক তারা আইসোলেশনে রয়েছেন৷ তিনি জানিয়েছেন যে ভাইয়ের বান্ধবীর ১২ দিন হোক কোয়ারেন্টাইনে হয়ে গিয়েছে৷ এখন তিনি অনেকটা সুস্থ৷ নিজেরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন অভিনেতা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেতা ও তার ভাইয়ের করোনার উপসর্গ, কিন্তু টেস্ট করতে দেওয়া হচ্ছে না! আতঙ্কে ভুগছেন তারা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement