#কানসাস: নেপালী বংশোদ্ভুত৷ কে বলবে তার গলা শুনলে৷ চোখ বুজে শুনলে মনে হবে আমেরিকার কোনও লোকগায়কের কণ্ঠে গান শুনছেন৷ দিবেশ পোখরিয়াল, নেপালের আদিবাসিন্দা, কিন্তু এখন থাকেন আমেরিকায়৷ তিনিই একটা গিটার কাঁধে, বাসে করে কানসাস সিটির অডিশনে এসে হাজির হয়েছিলেন তিনি৷ তারপর যা ঘটল, তা ম্যাজিক৷বিচারকরা জিজ্ঞাসা করলেন, কী গাইবেন আপনি? দিবেশ বললেন, বব ডিলানের ‘গার্ল ফর্ম দি নর্থ কান্ট্রি’৷ শুরু করলেন গাইতে৷ মুগ্ধ হয়ে গেলেন বিচারকেরা৷ তারপর আরও একটি গান গাইলেন দিবেশ৷ শেষে তাঁর স্থান পাকা হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।