‘নেপালি ছেলেটা গিটার হাতে’ মাতিয়ে দিল আমেরিকান আইডল, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
নেপালী বংশোদ্ভুত৷ কে বললে তার গলা শুনলে৷ চোখ বুজে শুনলে মনে হবে আমেরিকার কোনও লোকগায়কের কণ্ঠে গান শুনছেন৷
#কানসাস: নেপালী বংশোদ্ভুত৷ কে বলবে তার গলা শুনলে৷ চোখ বুজে শুনলে মনে হবে আমেরিকার কোনও লোকগায়কের কণ্ঠে গান শুনছেন৷ দিবেশ পোখরিয়াল, নেপালের আদিবাসিন্দা, কিন্তু এখন থাকেন আমেরিকায়৷ তিনিই একটা গিটার কাঁধে, বাসে করে কানসাস সিটির অডিশনে এসে হাজির হয়েছিলেন তিনি৷ তারপর যা ঘটল, তা ম্যাজিক৷
বিচারকরা জিজ্ঞাসা করলেন, কী গাইবেন আপনি? দিবেশ বললেন, বব ডিলানের ‘গার্ল ফর্ম দি নর্থ কান্ট্রি’৷ শুরু করলেন গাইতে৷ মুগ্ধ হয়ে গেলেন বিচারকেরা৷ তারপর আরও একটি গান গাইলেন দিবেশ৷ শেষে তাঁর স্থান পাকা হয়ে গেল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে৷
advertisement
তিন বিচারকই এক বাক্যে স্বীকার করলেন, অসাধারণ কণ্ঠ এই পাহাড়ি যুবকের৷ আর হবে নাই বা কেন, নেপাল দীর্ঘদিন ধরেই রক. জ্যাজ মিউজিকের চর্চার জায়গা৷ কিন্তু দিবেশের কণ্ঠে মার্কিনি উচ্চারণে এই গান যেন হয়ে উঠেছে আরও জীবন্ত৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2020 8:36 PM IST

