পুজোয় বাঙালির ‘আনলিমিটেড’ এন্টারটেনমেন্টের নতুন উপহার Hoichoi ! কী রয়েছে এই অ্যাপে ?

Last Updated:

এই অ্যাপে নতুন-পুরনো মিলিয়ে মোট ৫০০-রও বেশি সিনেমা, হাজারের বেশি গান এবং ৬টি ওয়েব সিরিজ শো রয়েছে ৷

#কলকাতা: পুজো এসে গিয়েছে ৷ শেষ ক’দিনের স্কুল-কলেজ-অফিস সেরে এখন শুধু হইচই করার অপেক্ষা ৷ মহালয়ার পরদিনই অবশ্য বাঙালীদের হুল্লোড়ের জন্য নতুন উপহার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ৷ সেটা হল একটি অ্যাপ ৷ যার নামই হল 'Hoichoi' ৷ মোবাইলে অ্যাপটি ডাউনলোড করলেই বুঝতে পারবেন ভার্চুয়াল দুনিয়ায় হইচই করার মতো যথেষ্ট উপকরণ রয়েছে এই অ্যাপে ৷ এতে নতুন-পুরনো মিলিয়ে মোট ৫০০-রও বেশি সিনেমা, হাজারের বেশি গান এবং ৬টি ‘অরিজিনালস’ বা ওয়েব সিরিজ শো রয়েছে ৷ আর সবই বাংলায় ৷ পূর্ব ভারতে ওয়েব সিরিজের অ্যাপ এই প্রথম ৷
সিনেমাপ্রেমী বাঙালীদের জন্য এক্সক্লুসিভ এই নতুন অ্যাপে কী কী রয়েছে একবার দেখে নেওয়া যাক:-
১. বাংলা এন্টারটেনমেন্টের ‘স্টক’-এর ক্ষেত্রে এই অ্যাপ অবশ্যই দারুণ ৷ ৫০০-রও বেশি বাংলা ছবি এবং ১০০০-রও বেশি বাংলা গান আপনি পাবেন এই অ্যাপ ডাউনলোড করলেই ৷
advertisement
২. কোনও অ্যাপ ডাউনলোড করলেই আজকাল সবচেয়ে বড় সমস্যা সেখানের ‘পপ-আপ’ বিজ্ঞাপন ৷ এই অ্যাপে সেই সমস্যা নেই ৷ তাই ডাউনলোড করে সিমলেস-বিজ্ঞাপন ফ্রি আনলিমিটেড এইচডি ভিডিও স্ট্রিমিংয়ের মজা নিন ৷
advertisement
DH_t08rUIAAwnXq
৩. Hoichoi অ্যাপ ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড এবং iOS দুই প্ল্যাটফর্মেই ৷ মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট সবেতেই দেখতে পারবেন ৷ অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি এবং Roku-তেও খুব তাড়াতাড়ি আসছে হইচই ৷
৪. অফলাইন ডাউনলোড করার সুবিধা রয়েছে এই অ্যাপে ৷ তাই ডাউনলোড করুন এবং সিনেমা দেখুন পরে ৷
advertisement
৫. অ্যাপে বিভাগগুলি অত্যন্ত ভালভাবে ভাগ করা হয়েছে ৷ আপনার পছন্দের সিনেমা বা গানগুলি খুঁজে পাওয়াটাও তাই খুব সহজ ৷
spooky-incidents-happen-sets-cartoon-hoichoi-originals-web-series-0001
. থাকছে ইংরেজী সাবটাইটেলও ৷ তাই শুধু বাঙালিরা ছাড়া অন্যদেরও এই অ্যাপের অরিজিনালস এবং পুরোনো ও নতুন বাংলা ছবিগুলি দেখতে কোনও সমস্যা হবে না ৷
advertisement
৭. UPI সমেত মাল্টিপল পেমেন্ট অপশন রয়েছে ৷
৮. এই অ্যাপের সার্চ ইঞ্জিনও যথেষ্ট আধুনিক ৷ তাই কন্টেন্ট খুঁজে পেতেও কোনও সমস্যা হবে না ৷
৯. অ্যাপ সাবস্ক্রিপশন রেট: ওয়েব সিরিজ বা অ্যাপে সিনেমা দেখার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই সাবস্ক্রিপশন বিষয়টি ৷ Hoichoi অ্যাপে সাবস্ক্রিপশনের আপাতত তিনটি প্ল্যান রয়েছে ৷ ৩ মাসের জন্য ১৪৯ টাকা , ৬ মাসের জন্য ২৪৯ টাকা এবং ১২ মাসের জন্য ৩৯৯ টাকা ৷ বার্ষিক প্ল্যানে যা দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন বাবদ প্রতিদিন খরচ মাত্র ১.১০ টাকা ৷ ইন্টারন্যাশনাল সাবস্ক্রিপশন রেটগুরলি হল মাসিক ৮.৯৯ ডলার এবং বছরে ৭৯.৯৯ ডলার ৷
advertisement
১০. এখানেই সব শেষ হচ্ছে না ৷ খুব তাড়াতাড়ি এই অ্যাপে শিশুদের জন্য এক্সক্লুসিভ কন্টেন্ট এবং মিউজিক স্ট্রিমিংও চালু হতে চলেছে ৷
raima-sen-debut-hoichoi-originals-web-series-1
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুজোয় বাঙালির ‘আনলিমিটেড’ এন্টারটেনমেন্টের নতুন উপহার Hoichoi ! কী রয়েছে এই অ্যাপে ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement