Hoichoi Web Series: ফিরছেন মিমি-চিরঞ্জিৎ! হইচই হাজির একগুচ্ছ ওয়েব সিরিজ নিয়ে, রয়েছে বহু চমক
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Hoichoi Web Series: উৎসবের মরশুমে মাঝে নিজেদের ঝুলি নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'। বছর শেষের আগেই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির 'হইচই'।
কলকাতাঃ উৎসবের মরশুমে মাঝে নিজেদের ঝুলি নিয়ে হাজির ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’। বছর শেষের আগেই একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির ‘হইচই’। থ্রিলার-রোম্যন্স-সাসপেন্স সব স্বাদের কন্টেটই আছে এই লিস্টে। এক নজরে দেখে নেওয়া যাক নতুন কী কী সিরিজ থাকছে এই তালিকায়-
তালমার রোমিও জুলিয়েট
‘মন্দার’-এর পর আবার শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও জুলিয়েট’ অবলম্বনে আসছে অনির্বাণ ভট্টাচার্য্যের ‘তালমার রোমিও জুলিয়েট’।। শেক্সপিয়ারের অমলিন ‘রোমিও জুলিয়েট’ এবার ‘তালমা’ নামের কাল্পনিক শহরে। জীবনযুদ্ধ, প্রেমের গল্প বলবে এই সিরিজ।
advertisement
ডাইনি
দ্বিতীয়বারের জন্য ওয়েব সিরিজে দেখা যাবে মিমি চক্রবর্তী। নতুন এই সিরিজের নাম ‘ডাইনি’। দুই বোন জড়িয়ে পড়ে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে। এই সিরিজে একটি গুরুত্বপূর্ণ্য চরিত্রে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ শ্রুতি দাসকে। নির্ঝর মিত্রের পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজ বলবে লড়াই এবং সেই জীবনের ওঠাপড়া থেকে বেঁচে ফিরে আসার গল্প।
advertisement
আরও পড়ুনঃ ঐশ্বর্য-অভিষেকের সম্পর্কে ফাটল! কারণটা কি ‘এই’ বলিউড অভিনেত্রী? ভাইরাল পোস্ট ঘিরে আলোচনা
বিষহরি
এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে শোলাঙ্কি রায়কে এবং রাজনন্দিনী পালও। সিরিজটির পরিচালনা করেছেন সৃজিত রায় ও সৌভিক চক্রবর্তী। এই গল্পে শোলাঙ্কির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রোহন ভট্টাচার্য। নাগপঞ্চমীর রাতে বহু প্রাচীন এক সত্যতা ঘিরেই গল্প গাঁথা হয়েছে।
advertisement
নিকষ ছায়া
আবার ফিরছেন ‘ভাদুড়ি মশাই’ চিরঞ্জিৎ চক্রবর্তী। ‘পর্ণশবরীর সাপ’-এর দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ভাদুড়ি মশাইয়ের নতুন এই গল্পে আগের মতোই থাকছেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়। তবে কোন রহস্যভেদ হবে সেইটা এখন দেখার।
কালরাত্রি
এবার ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। নতুন বিয়ে আর তারপরে ‘দেবী’-র জীবনের ওঠাপড়া নিয়েই রহস্যময় এই গল্প। এটি মূলত একটি মার্ডার মিস্ট্রি। বিয়ের রাতেই কীভাবে বদলে যাবে তাঁর জীবন?
advertisement
ভূস্বর্গ ভয়ঙ্কর
সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আবারও ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী ফিরছেন। ফেলুদা, তোপশে আর জটায়ুর গন্তব্য এবার ভূস্বর্গ কাশ্মীর! ভরপুর রহস্য মোড়া সিরিজ।
পুরোপুরি একেন
অনির্বাণ চক্রবর্তী ওরফে একেনবাবু এবার পুরীতে। আবারও খুন, রহস্যভেদ আর অ্যাকশন মিলেমিশে এক। জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় এ বারের রহস্য সিরিজ দর্শকদের ফের অবাক করবে।
advertisement
নিখোঁজ ২
প্রথম সিজনের হিট, তাই ফিরছে নিখোঁজ ২। আবারও টোটা রায়চৌধুরী বনাম স্বস্তিকা মুখোপাধ্যায়। এবং রহস্যের ঘনঘটা। মেয়েকে কি মা শেষ পর্যন্ত খুঁজে পাবেন? এবার সেই উত্তর হবে ফাঁস।
বোহেমিয়ান ঘোড়া
অমিতাভ রেজা চৌধুরীর পরিচালনায় এই ওয়েব সিরিজে একটি ট্রাক ড্রাইভারের চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি এই গল্পেও দেখানো হয়েছে জীবনের ওঠাপড়ার গল্পকে।
advertisement
রঙ্গিলা কিতাব
বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মুস্তাফিজুর নুর ও পরীমণিকে। জীবনযুদ্ধ ও একটি ক্রিমিনালের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। দর্শকদের কাছে এই সিরিজ একটি নতুন চমক হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 8:15 PM IST