Trailer: জন্মদিনেই নতুন চমক, সামনে এল দেবের ‘ হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ !
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
ছোটদের কথা মাথায় রেখে রূপকথার গল্প ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ বানাচ্ছেন দেব।
#কলকাতা: বেশ কয়েক বছর ধরেই নিজেকে নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছেন টলিটাউনের 'মহা'দেব! 'চাঁদের পাহাড়' হোক কী হালের 'কবীর', ‘পাসওয়ার্ড’, ‘সাঁঝবাতি’...প্রতিটা ছবিতেই নিজেকে অন্য অবতারে তুলে ধরছেন নায়ক! এবার আরেক নতুন চমক! ছোটদের কথা মাথায় রেখে রূপকথার গল্প ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ বানাচ্ছেন দেব।
পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। রাজার চরিত্রে খোদ দেব, এখানেই চমকের শেষ নয়! ছবির সেট তৈরির জন্য যোগাযোগ করা হচ্ছে সুপার ডুপার হিট ছবি ‘বাহুবলী’-র সেট ডিজাইনারের সঙ্গে। পরিচালক ও নায়ক দু'জনেই মনে করেন, রূপকথার গল্প বানালে সেট-এ সেই জাঁকজমকটা থাকা জরুরি! শোনা যাচ্ছে, বিগ বাজেটের এই ছবির সিংহভাগই শুট হবে দক্ষিণ ভারতে।
advertisement
ছবিতে দেব ছাড়াও রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ৷ ছবিতে সঙ্গীত পরিচালনা দিয়েছেন কবীর সুমন ৷ দেবের জন্মদিন অর্থাৎ ২৫ ডিসেম্বর মুক্তি পেল এই ছবির ট্রেলার ৷
advertisement
দেখুন ট্রেলার---
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 25, 2019 3:54 PM IST