মেয়েকে নিয়ে আনন্দপুর থানায় হিরণের প্রথম স্ত্রী... অভিযোগ জানিয়ে বেরিয়ে কী বললেন?

Last Updated:

এর মাঝে মুখ খুলেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকাও। তিনি বলেন, 'এই বিয়ে আমরা অনেক আগেই করেছি, গত পাঁচ বছর একসঙ্গে আছি।' তাঁর দাবি, হিরণের প্রথম স্ত্রী বয়স সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন।

মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা
মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা
কলকাতা: এবার থানায় অভিযোগ জানাতে গেলেন বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রথম  স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। থানায় অভিযোগ জানিয়ে বেরিয়ে ঋতিকার বিরুদ্ধে অনিন্দিতা বলেন, “ আমার স্বামী আমার সঙ্গে কতদিন ছিল তার ক্লিয়ারিফিকেশন ও দেবে? এর কোনও কথার কোনও মূল্য নেই। ও সহানুভূতির জন্য এসব করছে।”
advertisement
গতকালই তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই বিয়ে বেআইনি। ‘মজনু’, ‘মাচো মস্তান’, ‘লে হালুয়া লে’, ‘জামাই ৪২০’, ‘জিও পাগলা’, ‘ভালবাসা ভালবাসা’, ‘জামাই বদল’, ‘মেহের আলি’, থাই কারির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ২০২০ সালের পর আর বড়পর্দায় দেখা যায়নি অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে। তবে মঙ্গলবার সন্ধ্যায় আচমকা তিনি শিরোনামে আসেন দ্বিতীয়বার বিয়ে করে। নিজেই বিয়ের বিভিন্ন ছবি ভাগ করে নেন সমাজমাধ্যমে। পাত্রীর নাম ঋতিকা গিরি। তারপরেই শুরু হয় বিতর্ক। মারাত্মক অভিযোগ করেন হিরণের প্রাক্তন স্ত্রী অনিন্দিতা। জানান, ‘২০০০ সালে বিয়ে হয়েছে। গত বছর ২৫ বছর পূর্ণ হয়েছে। কিন্তু আইনত কোনও ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের মামলাও চলছে না। সেক্ষেত্রে প্রথম স্ত্রী থাকতে আইন অনুযায়ী কী করে হিরণ আরেকবার বিয়ে করেন?’ তাদের ১৯ বছরের একটা মেয়ে রয়েছে। মেয়ের থেকে দ্বিতীয় স্ত্রী মাত্র দুই বছরের বড়।অভিনেতা বিধায়ক হিরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়।
advertisement
এর মাঝে মুখ খুলেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকাও। তিনি বলেন, ‘এই বিয়ে আমরা অনেক আগেই করেছি, গত পাঁচ বছর একসঙ্গে আছি।’ তাঁর দাবি, হিরণের প্রথম স্ত্রী বয়স সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। পাশাপাশিও এও জানান, তাঁকে ডিভোর্স নোটিস পাঠানো হয়েছিল। তাঁর কথায়, ‘এই বিয়ে মানসিক পরিতৃপ্তির জন্য। অগ্নিকে সাক্ষী রেখে হয়েছে। বেনারসের মতো পবিত্র জায়গায়, মা গঙ্গাকে সাক্ষী রেখে। এখানে শো-অফ ছিল না, শুধু মনের ভক্তি ছিল।’
advertisement
এই সব কিছুর মাঝে কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন হিরণের কন্যা নিয়াসা চট্টোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে মা অনিন্দিতা পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন নিয়াসা। নিয়াসা লেখেন, “বহুদিন হল আমরা দু’জনেই আছি। ভালবাসা দিয়ে প্রতিটা ভূমিকা পালন করছ তুমি। তুমিই আমার মা, তুমিই বাবা। তুমি আমার পথপ্রদর্শক। সবকিছুর জন্য ধন্যবাদ। তুমিই আমার হিরো মা।” এখন অভিনেতা-বিধায়ককে নিয়ে কতটা জলঘোলা হয় সেটাই দেখার। তবে হিরণ নিজে এ বিষয়ে মুখ খোলেননি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেয়েকে নিয়ে আনন্দপুর থানায় হিরণের প্রথম স্ত্রী... অভিযোগ জানিয়ে বেরিয়ে কী বললেন?
Next Article
advertisement
Divorce: ৬৫ দিন সংসার, রাগ মেটাতে ১৩ বছরে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
৬৫ দিন সংসার, রাগ মেটাতে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • রাগ মেটাতে ১৩ বছরে পরস্পরের বিরুদ্ধে ৪০টি মামলা৷

  • দম্পতিকে জরিমানা করল সুপ্রিম কোর্ট৷

  • বিবাহবিচ্ছেদেরও নির্দেশ দিল শীর্ষ আদালত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement