‘প্রত্যেকের নিজের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার রয়েছে’, ফ্যাশন পুলিশদের বিরুদ্ধে মুখ খুললেন ঐশ্বর্য

Last Updated:

পোশাক বিতর্ক পিছু ছাড়ে না তারকাদের ৷ কখনও একই পোশাক নিয়ে ট্রোলড হতে হয়, তো কখনও পোশাক অপছন্দ হলেই তুমুল হুল্লোড় শুরু করেন সমালোচকরা, এবার সেই বিতর্কেই মুখ খুললেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ ফ্যাশন পুলিশদের ‘দাদাগিরি’কে এক হাত নিলেন রাই সুন্দরী ৷

#মুম্বই: পোশাক বিতর্ক পিছু ছাড়ে না তারকাদের ৷ কখনও একই পোশাক নিয়ে ট্রোলড হতে হয়, তো কখনও পোশাক অপছন্দ হলেই তুমুল হুল্লোড় শুরু করেন সমালোচকরা, এবার সেই বিতর্কেই মুখ খুললেন ঐশ্বর্য রাই বচ্চন ৷ ফ্যাশন পুলিশদের ‘দাদাগিরি’কে এক হাত নিলেন রাই সুন্দরী ৷
সম্প্রতি ‘মিড ডে’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেন, ‘এটা প্রত্যেকের ব্যক্তিগত পছন্দের ব্যপার ৷ প্রত্যেকেরই নিজের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার রয়েছে ৷ এ নিয়ে সমালোচনা বন্ধ হওয়া উচিত ৷’
তারকা হলে প্রতি মুহূর্তেই অনেকরকম সমালোচনা মেনে নিতে হয় ৷ সেগুলোকে অশ্রদ্ধা না করলেও এই ধরের সমালোচনা কখনওই হৃদয় স্পর্শ করে না, বলেও জানালেন বচ্চনবহু ৷
advertisement
advertisement
‘কান’ থেকে মেয়ে আরাধ্যাকে নিয়ে সবে মুম্বইয়ে পা দিয়েছেন ঐশ্বর্য ৷ এ বছর ‘কান’-এ বিশ্বসুন্দরীর বেশিরভাগ পোশাকই সমালোচকদের পছন্দ হলেও বিতর্ক থেকে একেবারে মুক্তি মেলেনি তাঁর ৷ লাল কার্পেটে শেষ দিনে শিমারি স্ট্র্যাপলেস গাউনে সেজেছিলেন বচ্চন বহু ৷ কিন্তু তাঁর সেই পোশাকের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার অস্কারের পোশাকের বেশকিছু সাদৃশ্য খুঁজে পেয়েছেন নেটিজেনরা ৷ ২০১৭-র অস্কারে প্রায় একই রকম একটি পোশাক পরেছিলেন পিগি চপস ৷ তবে সেই পোশাক ছিল স্লিম ফিট ৷ ঐশ্বর্যর পোশাকে অবশ্য এমব্রয়ডেড একটি ট্রেন রয়েছে ৷ শুধু তাই নয়, দু’জনের পোশাকের রঙও প্রায় একই রকম ৷ এর আগেও ‘কান’-এ অদ্ভুত বেগুনি রঙের একটি লিপস্টিক পরে ট্রোলড হয়েছিলেন ঐশ্বর্য ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘প্রত্যেকের নিজের ইচ্ছে মতো পোশাক পরার অধিকার রয়েছে’, ফ্যাশন পুলিশদের বিরুদ্ধে মুখ খুললেন ঐশ্বর্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement