Sunny Deol's Son Karan Deol's Wedding : ধর্মেন্দ্রর প্রথম পক্ষের নাতির বিয়েতে প্রথমবার কিছু বলল তারকার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর পরিবার, লিখলেন এই কথা

Last Updated:

Sunny Deol's Son Karan Deol's Wedding : ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা

ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা
ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা
মুম্বই : ধর্মেন্দ্রর নাতির বিয়েতে এই প্রথম নীরবতা ভাঙল হেমা মালিনীর পরিবার৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন হেমাকন্যা এষা দেওল৷ তবে হেমা নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি৷ টিনসেল টাউন অপেক্ষায় ছিল এই বিয়েতে হেমা এবং তাঁর কন্যাদের তরফে কী প্রতিক্রিয়া আসে, দেখার জন্য৷ অবশেষে সেই অপেক্ষার অবসান হল৷ প্রসঙ্গত ধর্মেন্দ্র বড় ছেলে সুপারস্টার সানি দেওলের ছেলে করণ গত ১৮ জুন গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী দৃশা আচার্যর সঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় এখনও চর্চিত তাঁদের বিয়ের ছবি৷ বিয়ের আসরে চাঁদের হাট বসেছিল৷ হাজির ছিলেন বলিউডের তারকারা৷ তবে বিয়েতে দেখা যায়নি হেমা এবং তাঁর দুই মেয়ে এষা ও অহনার কাউকেই৷ বিবাহ অনুষ্ঠানের তিন দিন পর সমাজমাধ্যমে তাঁর সৎ ভাইপো ও তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকে অভিনন্দন জানালেন এষা৷ সম্পর্কে করণের সৎ পিসি এষা লিখেছেন ‘‘করণ এবং দৃশাকে অভিনন্দন৷ তোমাদের দুজনকে জীবনভর একসঙ্গে ভালবাসায় কাটানোর শুভেচ্ছা জানালাম৷’’
প্রসঙ্গত প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ধর্মেন্দ্রর চার সন্তান৷ তাঁদের দুই ছেলে সানি এবং ববি বলিউডে অভিনয় করেছেন৷ দুই মেয়ে বিজেতা এবং অজিয়েতা অবশ্য অভিনয়ের দুনিয়া থেকে দূরেই থেকেছেন বরাবর৷ আটেরক দশকে টিনসেল টাউন উত্তাল হয়ে ওঠে ধর্মেন্দ্র-হেমার বিয়ের গুঞ্জনে৷ শোনা যায়, প্রথম স্ত্রী প্রকাশকে ডিভোর্স না করেই ১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেন সুপারস্টার হেমা মালিনীকে৷ সম্পর্ক নিয়ে বিশেষ মুখ না খুললেও হেমা বলেছেন তাঁদের বিয়ের চিরাচরিত প্রথার বাইরে গিয়ে বিবাহ৷
advertisement
advertisement
তবে ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা৷ ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যে মুহূর্তে আমি ধর্মেন্দ্রজীকে দেখি, বুঝতে পেরেছিলাম ইনিই আমার মনের মানুষ৷ আমি তাঁর সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম৷ তবে একইসঙ্গে নিশ্চিত করেছিলাম আমাদের বিয়ে যেন কাউকে আহত না করে৷ ওঁর প্রথম স্ত্রী এবং সন্তানরা কোনওদিন তাঁদের জীবনে আমার অনুপ্রবেশ অনুভব করেননি৷ আমি তাঁকে বিয়ে করেছি ঠিকই৷ কিন্তু তাঁর পরিবারের কাছ থেকে আমি কোনওদিন ধর্মেন্দ্রজীকে সরিয়ে নিইনি৷’’ প্রসঙ্গত ধর্মেন্দ্রর প্রথম পক্ষের সন্তান ববি দেওলের মতো হেমার মেয়ে এষার বলিউড-অভিযানও মসৃণ ও দীর্ঘ হয়নি৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunny Deol's Son Karan Deol's Wedding : ধর্মেন্দ্রর প্রথম পক্ষের নাতির বিয়েতে প্রথমবার কিছু বলল তারকার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর পরিবার, লিখলেন এই কথা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement