Sunny Deol's Son Karan Deol's Wedding : ধর্মেন্দ্রর প্রথম পক্ষের নাতির বিয়েতে প্রথমবার কিছু বলল তারকার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর পরিবার, লিখলেন এই কথা

Last Updated:

Sunny Deol's Son Karan Deol's Wedding : ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা

ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা
ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা
মুম্বই : ধর্মেন্দ্রর নাতির বিয়েতে এই প্রথম নীরবতা ভাঙল হেমা মালিনীর পরিবার৷ নবদম্পতিকে শুভেচ্ছা জানালেন হেমাকন্যা এষা দেওল৷ তবে হেমা নিজে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি৷ টিনসেল টাউন অপেক্ষায় ছিল এই বিয়েতে হেমা এবং তাঁর কন্যাদের তরফে কী প্রতিক্রিয়া আসে, দেখার জন্য৷ অবশেষে সেই অপেক্ষার অবসান হল৷ প্রসঙ্গত ধর্মেন্দ্র বড় ছেলে সুপারস্টার সানি দেওলের ছেলে করণ গত ১৮ জুন গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী দৃশা আচার্যর সঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় এখনও চর্চিত তাঁদের বিয়ের ছবি৷ বিয়ের আসরে চাঁদের হাট বসেছিল৷ হাজির ছিলেন বলিউডের তারকারা৷ তবে বিয়েতে দেখা যায়নি হেমা এবং তাঁর দুই মেয়ে এষা ও অহনার কাউকেই৷ বিবাহ অনুষ্ঠানের তিন দিন পর সমাজমাধ্যমে তাঁর সৎ ভাইপো ও তাঁর সদ্য বিবাহিত স্ত্রীকে অভিনন্দন জানালেন এষা৷ সম্পর্কে করণের সৎ পিসি এষা লিখেছেন ‘‘করণ এবং দৃশাকে অভিনন্দন৷ তোমাদের দুজনকে জীবনভর একসঙ্গে ভালবাসায় কাটানোর শুভেচ্ছা জানালাম৷’’
প্রসঙ্গত প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ধর্মেন্দ্রর চার সন্তান৷ তাঁদের দুই ছেলে সানি এবং ববি বলিউডে অভিনয় করেছেন৷ দুই মেয়ে বিজেতা এবং অজিয়েতা অবশ্য অভিনয়ের দুনিয়া থেকে দূরেই থেকেছেন বরাবর৷ আটেরক দশকে টিনসেল টাউন উত্তাল হয়ে ওঠে ধর্মেন্দ্র-হেমার বিয়ের গুঞ্জনে৷ শোনা যায়, প্রথম স্ত্রী প্রকাশকে ডিভোর্স না করেই ১৯৮০ সালে ধর্মেন্দ্র বিয়ে করেন সুপারস্টার হেমা মালিনীকে৷ সম্পর্ক নিয়ে বিশেষ মুখ না খুললেও হেমা বলেছেন তাঁদের বিয়ের চিরাচরিত প্রথার বাইরে গিয়ে বিবাহ৷
advertisement
advertisement
তবে ধর্মেন্দ্র-প্রকাশের সংসার ভাঙতে চাননি হেমা৷ ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘যে মুহূর্তে আমি ধর্মেন্দ্রজীকে দেখি, বুঝতে পেরেছিলাম ইনিই আমার মনের মানুষ৷ আমি তাঁর সঙ্গে জীবন কাটাতে চেয়েছিলাম৷ তবে একইসঙ্গে নিশ্চিত করেছিলাম আমাদের বিয়ে যেন কাউকে আহত না করে৷ ওঁর প্রথম স্ত্রী এবং সন্তানরা কোনওদিন তাঁদের জীবনে আমার অনুপ্রবেশ অনুভব করেননি৷ আমি তাঁকে বিয়ে করেছি ঠিকই৷ কিন্তু তাঁর পরিবারের কাছ থেকে আমি কোনওদিন ধর্মেন্দ্রজীকে সরিয়ে নিইনি৷’’ প্রসঙ্গত ধর্মেন্দ্রর প্রথম পক্ষের সন্তান ববি দেওলের মতো হেমার মেয়ে এষার বলিউড-অভিযানও মসৃণ ও দীর্ঘ হয়নি৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunny Deol's Son Karan Deol's Wedding : ধর্মেন্দ্রর প্রথম পক্ষের নাতির বিয়েতে প্রথমবার কিছু বলল তারকার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর পরিবার, লিখলেন এই কথা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement