Bollywood News: জমজমাট জন্মদিন, 'ধরমজি'র হাজিরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি খুশি উপচে পড়ল ড্রিম গার্লের, ছবি মন ভরাবে আপনারও

Last Updated:

বোঝাই যাচ্ছে বেশ, বলিউড এখন থেকেই হেমার পরের বছরের জন্মদিনের পার্টির জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছে।

হেমা মালিনী
হেমা মালিনী
বয়স যে শুধুই একটা সংখ্যা, তা এখনও বেশ বোঝা যায়। যৌবন যেন আজও ধরে রেখেছেন হেমা মালিনী। ৭৫তম জন্মদিনেও তাঁর হাসিতে ঝরে চাঁদের আলো, ত্বকে নিখুঁত মোমটান। তবে, সেই হাসি যে জ্যোৎস্নার মতো উতল হয়েছে বিশেষ একজনের উপস্থিতিতে, সবার ভিড়েও যে এখনও তাঁকেই চান ড্রিম গার্ল, সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন খোলাখুলি, লিখলেন, ‘গোটা অনুষ্ঠান জুড়ে ধরমজির উপস্থিতি যেন আশীর্বাদ’!
এ আর নতুন কোনও কথা নয় যে একসঙ্গে থাকেন না তাঁরা, কিন্তু মন যে এখনও বাঁধা একই সুতোয়, হেমা যে সব ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র সঙ্গে, তা এ কথা প্রমাণ করে দেয়। সব তারকা অতিথির সঙ্গে আলাদা করে ছবি তুলেছেন হেমা, জিতেন্দ্র, শত্রুঘ্ন সিনহা, অনুপম খের, শাবানা আজমি- কে নেই সেখানে! কিন্তু মনের মানুষের সঙ্গে হেমার ছবি একাধিক, বুঝিয়ে দেয় ধর্মেন্দ্র এখনও বিশেষ কেউ।
advertisement
তবে, জন্মদিন বলিউডে এক সময়ে রাজত্ব করা দক্ষিণী নায়িকার আর সেখানে দক্ষিণের অন্য মেয়েরা উপস্থিত থাকবেন না, তা তো আর হয় না। গোলাপি শাড়িতে শিফনের সিকুইন চিকনকারিতে স্বপ্নজাল বুনেছেন হেমা আর তাঁর প্রাণের বন্ধু আরেক দক্ষিণ ভারত থেকে বলিউডে আসা রেখা মায়া ছড়িয়েছেন সোনালি কাঞ্জিভরমে, আঁচলে সাদা সুতোর ঠাসা কাজ তাঁর আবেদনের মতোই মোহময়ী। অন্য দিকে, বলিউডের আরেক দক্ষিণী নায়িকা বিদ্যা বালন নজর কেড়েছেন ঘন নীল শাড়িতে, জমি, পাড় আর আঁচলে কপার সাবেকি নকশার এই কাঞ্জিভরমে বিদ্যা অনন্যা।
advertisement
advertisement
advertisement
জন্মদিনের পার্টিতে হাজিরা দিতে ভোলেননি জয়া বচ্চন আর শাবানা আজমিও, রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে দুজনের স্টাইল স্টেটমেন্ট আলাদা হলেও এই পার্টিতে দুজনেই বেছে নিয়েছেন সাদা সাজের বাহার। রবিনা টন্ডনও বেছে নিয়েছিলেন সাদা ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট। অন্য দিকে, মাধুরী দীক্ষিত আর রানি মুখোপাধ্যায় দুজনেই বেছে নিয়েছিলেন শিফন আর খোলা চুলের যুগলবন্দি, গোলাপি আর নীলে তাঁরা সবার মনে ঝড় তুলেছেন।
advertisement
হেমার জন্মদিনের আসরে হাজিরা দিতে ভোলেননি কালো স্যুটে সলমন খান, জায়েদ খানরাও। কমলা ওয়েস্টার্ন ড্রেসে নজর কেড়েছেন নায়িকার বোনঝি মধু। এষা দেওল মায়ের জন্মদিনে সোনালি ওয়েস্টার্ন আউটফিট বেছেছেন যেখানে, ছোট মেয়ে অহনার অঙ্গে উঠেছে রুপোলি শাড়ির লহর। বোঝাই যাচ্ছে বেশ, বলিউড এখন থেকেই হেমার পরের বছরের জন্মদিনের পার্টির জন্য অপেক্ষা করতে শুরু করে দিয়েছে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood News: জমজমাট জন্মদিন, 'ধরমজি'র হাজিরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি খুশি উপচে পড়ল ড্রিম গার্লের, ছবি মন ভরাবে আপনারও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement