Heeramandi Trailer: মুক্তি পেল বনশালীর স্বপ্নের ‘হীরামান্ডি’-র ট্রেলার, দীর্ঘ বিরতির পর ফারদীন, শেখর, মনীষাকে দেখে অভিভূত দর্শকরা

Last Updated:

Heeramandi Trailer: সেই সময়পর্বের একটি দিক তুলে ধরা হয়েছে ‘হীরামান্ডি’ সিরিজে৷ সম্ভ্রান্ত গণিকারা যখন নিয়ন্ত্রক শক্তি ছিলেন, সেই সময়কে ফ্রেমবন্দি করা হয়েছে৷

ছবির ট্রেলার যেন নিজেই একটা টাইমমেশিন
ছবির ট্রেলার যেন নিজেই একটা টাইমমেশিন
মুম্বই : অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-র ট্রেলার৷ ২০২২ সালে নেটফ্লিক্স জানিয়েছিল তারা ‘হীরামান্ডি’ আনতে চলেছে৷ কিন্তু সঞ্জয় লীলা বনশালীর স্বপ্নের এই প্রজেক্ট শেষ পর্যন্ত বাস্তবায়িত হতে হতে সময় লেগে গেল অনেকটাই৷
হীরামান্ডি বা হিরের বাজার। সেই ছবির ট্রেলার যেন নিজেই একটা টাইমমেশিন৷ সময়যানে সওয়ার হয়ে দর্শক পৌঁছে গিয়েছেন গত শতকের চারের দশকে, ভারতের স্বাধীনতা সংগ্রামে উত্তপ্ত বছরগুলিতে৷ সেই সময়পর্বের একটি দিক তুলে ধরা হয়েছে ‘হীরামান্ডি’ সিরিজে৷ সম্ভ্রান্ত গণিকারা যখন নিয়ন্ত্রক শক্তি ছিলেন, সেই সময়কে ফ্রেমবন্দি করা হয়েছে৷ নিজেদের রূপেগুণে তাবড় নবাবদের বশীভূত করেও ব্রিটিশ শক্তির অবদমনের শিকার হয়েছিলেন সেই গণিকারা৷
advertisement
আরও পড়ুন : উপকারী হলেও ভুলেও সজনেডাঁটা, সজনেপাতার বড়া খাবেন না এঁরা! জানুন কারা সজনেডাঁটা ও পাতা খেলে বড় ক্ষতি
দীর্ঘ অবসর ভেঙে এই সিরিজের মাধ্যমেই অভিনয়ে ফিরেছেন ফারদীন খান, শেখর সুমন এবং মনীষা কৈরালা৷ তাঁদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দরি, রিচা চড্ডা, শরমিন সেহগল এবং সনজীদা শেখ৷ ফারদীন খান অভিনয় করছেন ওয়ালি মহম্মদের চরিত্রে৷ তাঁর অভিনীত চরিত্রে একবিন্দুতে এসে মিশবে মহত্ব, সম্ভ্রম এবং একতা৷ পর্দায় শেখর সুমন প্রাণবন্ত করে তুলবেন জুলফিকার আহমেদের চরিত্র৷ যাঁর মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে ক্ষমতা এবং পরিশীলতা৷ এই সিরিজে অভিনয় করছেন শেখর সুমনের ছেলে অধ্যয়নও৷ তাঁকে দেখা যাবে অনস্ক্রিন জোরাওয়ার আলি খানের চরিত্রে৷ সম্পদের উগ্র প্রকাশ নিয়ন্ত্রণ করে তাঁর আচরণ৷
advertisement
advertisement
আগামী ১ মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ৷ ওটিটি-র পর্দায় ইতিহাস নির্ভর এই সিরিজে বনশালী ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Heeramandi Trailer: মুক্তি পেল বনশালীর স্বপ্নের ‘হীরামান্ডি’-র ট্রেলার, দীর্ঘ বিরতির পর ফারদীন, শেখর, মনীষাকে দেখে অভিভূত দর্শকরা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement