Heeramandi-Viral Video: লাহোরের হীরামান্ডি-তে আজও রাত হলেই ছুটে যায় পুরুষ! কীসের টানে? ভিডিও অবাক করবে

Last Updated:

Heeramandi-Viral Video: লাহোরের হীরামান্ডিতে কী তবে এখনও মালিকাজানদের বংশধরেরা আছেন? কেন রাত হলেই সেখানে মানুষের ছুটে যান? জানুন আসল সত্যি

লাহোর: কিছু দিন আগেই মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত সিরিজ ‘হীরামান্ডি’! বনশালির ছবি হোক বা সিরিজ সেখানে একটা জমকালো সেট আর পোশাকে বেশ একটা রাজকীয় ভাব থাকে! বলা যেতে পারে এটাই পরিচালকের সিগনেচার! এই সিরিজ মুক্তি পেতেই হই-হই শুরু হয়ে যায়! মণীষা কৈরালা থেকে অদিতি রয় হায়দরি, সোনাক্ষীর মতো সুন্দরীরা অভিনয় করেছেন! তাঁদের দিক থেকে চোখ ফেরানো দায়! পাকিস্তানের লাহোরে অবস্থিত এই হীরামান্ডি! যেখানে এক সময় সব নবাবরাই যেতেন! এই হীরামান্ডিতে যারা গান করতেন তাঁদের যতই বাইজি বলা হোক না কেন, ছিল এক আলাদা আভিজাত্য!
তবে আপনি কী জানেন লাহোরের এই হীরামান্ডি এখনও আছে! শুধু আছে না, সিরিজে যেমন দেখানো হয়েছে দুইটি বিরাট রাজমহল। একেবারেই তেমন রাজমহল আছে লাহোরে। শাহি মহল সত্যিই আছে! তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে এখনও কী তবে গান-বাজনার আসর বসে? নাকি সেই জায়গা এখন অন্য কাজে ব্যবহার করা হয়! আপনি জানলে অবাক হবেন! সম্প্রতি লাহোরের এক ইউটিউবার তাঁর ইনস্টাগ্রামে এই হীরামান্ডির ভিডিও শেয়ার করেছেন!
advertisement
advertisement
advertisement
তিনি লিখেছেন ২০০৯ সাল থেকে এখানে পুলিশ রেড করে সব রকম খারাপ কাজ বন্ধ করে দেয়! এখানে এখনও সেই আভিজাত্য থাকলেও বাড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। আবার কিছু অংশ নতুন করে ঠিক করা হয়েছে! প্রতিদিন বহু মানুষ এখানে ছুটে আসেন এখন। কিন্তু কেন জানেন? গান শোনার জন্য নয়, খাবারের জন্য! এটি এখন লাহোরের সব থেকে বিখ্যাত ফুড স্ট্রিট! এই হীরামান্ডির পরবর্তী জেনারেশন এখানে এখন নতুন করে ব্যবসা করে। বাইরের লোকেরাও ব্যবসা করে, তবে তা শরীরের ব্যবসা নয়। খাবারের ব্যবসা। রাজকীয় ভাবে খাবার পরিবেশন করা হয় এখানে। মাঝে মধ্যে গানও শোনা যায় কোথাও কোথাও। তবে তা একেবারেই আগের মতো নয়!
advertisement
লাহোরের এই হীরামান্ডিকে লোকে ভুলেই গিয়েছিল। সঞ্জয় লীলা বনশালি ও নেটফ্লিক্স আবার এই জায়গার আভিজাত্য তুলে ধরেছে। এই সিরিজ মুক্তির পর থেকে এখানে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। লাভের মুখ দেখছেন এখানকার মানুষরা! হীরামান্ডি সিরিজ আসলে এই লাহোরের হীরামান্ডিকে ফের একবার বাঁচিয়ে তুলেছে। এমনটাই দাবি ওই ইউটিউবারের! আপাতত ভাইরাল এই ভিডিও!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Heeramandi-Viral Video: লাহোরের হীরামান্ডি-তে আজও রাত হলেই ছুটে যায় পুরুষ! কীসের টানে? ভিডিও অবাক করবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement