Yuvaan| Raj-Subhashree|| সাদা পাঞ্জাবিতে ইউভানের নববর্ষ! কেমন লাগছিল রাজ-শুভশ্রীর মিষ্টি পুত্রকে?

Last Updated:

Yuvaan| Raj-Subhashree|| বাবা ছেলে দুজনেই পরেছেন সাদা। মায়ের পরনে লাল। ছবি শেয়ার করতেই কমেন্টের বন্য়া। অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ শুভশ্রী উভয়েই।

সপরিবারে ইউভানের নববর্ষ
সপরিবারে ইউভানের নববর্ষ
#কলকাতা: ছোট ছোট পায়ে আরও একটা নতুন বছর ইউভানের। আরও একটু বড় হওয়া। ছেলেকে এমনিই চোখে হারান রাজ-শুভশ্রী। ব্য়স্ততার মধ্য়ে যেটুকু সময় পান সবটাই ইউভানের। নববর্ষে ছেলেকে কোলে নিয়ে ছবি পোস্ট করলেন রাজ শুভশ্রী দুজনেই। বাবা ছেলে দুজনেই পরেছেন সাদা। মায়ের পরনে লাল। ছবি শেয়ার করতেই কমেন্টের বন্য়া। অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাজ শুভশ্রী উভয়েই।
সম্প্রতি স্কুলে ভর্তি হয়েছে ইউভান। আবেগঘন পোস্ট করেছিলেন শুভশ্রী। লিখেছিলেন, 'বিশ্বাসই হচ্ছে না ছেলে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল!' অবাক বাবা-দিদি, পিসিরাও। ছবিতে দেখা যায়,  কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলেছে ইউভান! পরনে টি-শার্টের সঙ্গে ডেনিম হাফপ্যান্ট। পায়ে বাহারি জুতো। রাজের আদরের 'শিম্বা'র ব্যাগেও আঁকা শিম্বার ছবি। সেখানেও ছিল শুভেচ্ছার ছড়াছড়ি। ইমন চক্রবর্তী লিখেছিলেন, "Ki kotto kore porashona kotte hoy go!!"। অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা লিখেছেন, "awwle babah 😍all the very best baby"।
advertisement
advertisement
ইউভান এমনিই বড় আদরের। তবে ইউভানের বয়স বাড়লেও তার মায়ের বয়স যেন কমছে। শুধু ছেলের দায়িত্ব নয়, হাতে কাজও রয়েছে নায়িকার। সব কিছুই দক্ষ হাতে সামলান তিনি।
advertisement
সম্প্রতি শুভশ্রীর একটি ফটোশ্যুটের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। হলুদ পোশাকে দারুণ সুন্দরী শুভশ্রী। আবার কখনও কমলা কিংবা সাদা পোশাকে নতুন ফটোশ্যুটে ঝকঝকে শুভশ্রীকে দেখে নজর ফেরানো দায়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Yuvaan| Raj-Subhashree|| সাদা পাঞ্জাবিতে ইউভানের নববর্ষ! কেমন লাগছিল রাজ-শুভশ্রীর মিষ্টি পুত্রকে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement